আজ বেশ কয়েকদিন ধরে নতুন ব্লগ লিখবো লিখবো করে আর লেখা হয় না। প্রতিদিন "নতুন ব্লগ লিখুন"-এ ক্লিক করে আবার লগ আউট করে দেই। কি লিখব কিছুই খুজে পাই না। মন চায় এই আমার বাংলাদেশকে নিয়ে কিছু লিখতে।
কিন্তু কি লিখব বলেন? কি বা মুল্য আছে আমার লেখার? আমাদের এই সুজলা শ্যামলা বাংলাদেশ কে নিয়ে একদিন গর্ব করতাম সবাই। কিন্তু আজ পত্রিকা খুললেই টেন্ডার বাজী, হত্যা, লুন্টন, ধর্ষণ। যখন যে দল ক্ষমতায় আসীন হন, তারাই বেপরোয়া হয়ে উঠে। বিশেষ করে পাতি নেতারা। তারা অপরাধ করলেও কোন শাস্তি, বিচার কিছুই হয়না। বরং তাদেরকে আরও উৎসাহ দেওয়া হয়। এটিই এখন আমাদের মায়ের ভূমি মাতৃভূমি।
ক্ষমতাসীন দলের ও কিছু সুযোগ সন্ধানীমহল সারাক্ষণ উৎ পেতে থাকে কখন কোথা থেকে তারা লভ্যাংশ পাবে, কিভাবে সেটা নিবে। এটাই তাদের মাথা ব্যাথা।
আমরা প্রায় দেখছি টেন্ডার নিয়ে সরকারি দলের নিজেরদের মধ্যে কোন্দল, মারামারি। এটাই যদি হয় রাজনীতি তাহলে দেশের সুবিধা দেখার সময় কোথায় তাদের। তারা নিজেরা আখের গোজাবে না দেশ নিয়ে চিন্তা করবে। যখন যে দল ক্ষমতায় আসে তাদের সবার একই চিন্তা, সাধনা।
আবার ক্ষমতাসীন দল যখন যারা আসে তাদের মধ্যে একদল আছে নাম পরিবর্তন-এর চিন্তা নিয়া। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই। আজ আমাদের স্বাধীন দেশ-এর জন্য শেখ মুজিবর রহমান ও জিয়াউর রহমান দু'জনারই কম বেশী অবদান আছে এটা আমরা অস্বীকার করতে পারি না। তারা আমাদের জাতির নির্দেশনা। তাদেরকে কেন আমরা সমালোচনার সামনে দাড় করাবো? আমি শুধু একটি উদাহরন দিতে চাই। আমাদের যারা ক্ষুদে শিক্ষার্থীরা স্কুলে পড়ালেখা করেন তারা আজ দিধাদ্বন্ধে নির্বাক ইতিহাস নিয়া। আমরা কি পারিনা সমালোচনার উদ্ধে রেখে ইতিহাসকে সঠিক ভাবে লিপিবদ্ধ করতে?
আমি নাম পরিবর্তন এর ধারার একটি তথ্য বলতে চাই, সেটা হলো যখন বিরোধীদল ক্ষমতায় ছিলেন তখন শিক্ষামুলক দিক বিবেচনা করে একটি নভোথিয়েটার করা হয়েছিল আমরা সকলেই জানি। যার নাম দেওয়া হয়েছিল "মাওলানা ভাসানী নভোথিয়েটার"। যখন নতুন সরকার ক্ষমতায় আসল তখন সেই নামটি পরিবর্তন করা হলো। দেওয়া হলো "বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটার" আমি শুধু একটি কথাই বলতে চাই এই নাম পরিবর্তন টা কি খুব জরুরী হয়ে দাড়ায় প্রত্যেক দলের জন্য?
বাংলার স্বাধীনতার মুক্তিকামী বাঙালীর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর অবদান কেউ ভুলতে পারব না। আবার অন্যদিক থেকে এটাও স্বীকার করতে হবে মাওলানা ভাসানী কেও তু্চ্ছ করে দেখার অবকাশ কারও নাই। আমরা আওয়ামী লীগ-এর ভীত খুজতে গেলে অবশ্যই মাওলানা ভাসানীর অবদান উঠে আসবে। তবে কেন আমরা আগামী ভবিষ্যত নাগরিক-এর কাছে তার নাম টা তুলে ধরব না? এখানে নাম পরিবর্তন করে আমরা কতটা লাভবান হলাম? বরং বেশ কিছু সমালোচনার সম্মুখিন হলাম।
আমরা বঙ্গবন্ধু-কে আত্মা দিয়ে শ্রদ্ধা করি, তবে কেন তাকে সমালোচনার সামনে তুলে ধরব? আমাদের বিনা প্রশ্নে অবশ্যই স্বীকার করতে হবে বঙ্গবন্ধুর নেতৃত্ব যদি না থাকত আমরা স্বাধীন জাতি, স্বাধীন দেশ পেতাম না। তাই আমাদের উচিত তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা, সমালোচনার মধ্যে না। তিনি ছিলেন একজন বলিষ্ঠ ধরনের দেশপ্রেমিক।
আমরা এই বঙ্গবীর-এর মরহুম আত্মার জন্য শান্তি কামনা করছি। সেই সাথে ইতিহাসের আর এক মহান শহীদ জিয়াউর রহমান-এর ও আত্মার শান্তি কামনা করি
সবশেষে একটি কথা বলতে চাই প্রধান দুই দলের প্রতিনিধিদের। আপনারা দেশটাকাকে বাঁচান। আপনারা ইচ্ছা করলে অবশ্যই সম্ভব দেশটাকে নতুন প্রাণ দান করার। হানাহানির রাজনীতি বন্ধ করুন। নিজের থেকে দেশকে ভালবাসুন।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



