শাহবাগকে 'দ্বিতীয় মুক্তিযুদ্ধ' 'এই প্রজন্মের মুক্তিযুদ্ধ' মুখরোচক এমন অনেক নামে ডাকা হচ্ছে। স্পষ্টতই এর পক্ষ-বিপক্ষ আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্কর অভাব নেই। আমি ভাবছি, শাহবাগ 'জয়ের' পর আমরা যখন 'নতুন' বাংলাদেশ অথবা 'প্রজন্মদেশ' পাব :- তখন ....
তখন, এর 'রাজারকার' কারা হবেন?
কারা হবেন শাহবাগের চেতনা বিরোধী?
কারা হবেন 'তিরিশ লক্ষ' শহীদের সঙ্গী
শরনার্থী কারা হবেন
হানাদার হবে কারা
কে হবে শাহবাগের 'বন্ধু' রাষ্ট্র! ওসমানী পৌছার আগেই কোথায় বসবে 'রেসকোর্সের ময়দান'?
আমার কোন বোনেরা হবে 'বীরাঙ্গনা', কারা হবে যুদ্ধশিশু!
আমি ভাবছি ...