প্রশ্ন : নির্যাতিত যুবক, রক্তাক্ত নারী আর বোমায় ক্ষতবিক্ষত শিশুর নিষ্পাপ আর্তনাদ শোনার এসময় কি একবারও আপনার মনে হয়, তারা কোন পন্থি, মাযহাবি, সালাফি, শিয়া না সুন্নি? আমি নিশ্চিত, এমন একটি ভাবনাও আপনার প্রতিক্রিয়াকে স্পর্শ করতে পারে না। আপনি তখন স্ক্রীনে দেখেন আপনার বোন, আপনার বাবা, আপনার মা, আপনার সন্তানকে। যাদের একটাই পরিচয় - মুসলমান। আপনার মানবিক হৃদয় তখন আদ্র হয়, নির্যাতিত মুসলমানদের জন্য মমতায় ভিজে যায় চোখ। আর চক্ষু লাল হয়ে ক্ষোভ ছুটে যায় সেনাদের ওপর। এই তো?
কেনো এই ভাবনা : বাংলাদেশে চলমান রাষ্ট্রীয় গণহত্যায় যারা মারা যাচ্ছেন সরকার তাদের দুষ্কৃতিকারী, সন্ত্রাসী বলছে। আপনি বা আমি দেখছি একটি দলের কর্মী-সমর্থকরা নিহত হচ্ছেন। টিভি স্ক্রীনে, কম্পিউটারে সেগুলো দেখে নিজেদের অবস্থান থেকে বেদনা-ভত্র্সনা প্রকাশ করছি। কিন্তু একবার প্রশ্ন করুন, এই ভিডিও বা স্থিরচিত্রগুলো অন্য দেশের লোকেরা যখন দেখছেন, তখন তাদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। অন্য দেশের কেউ যখন এসব দেখছেন, তখন তারা কিন্তু এ প্রশ্ন করছেন না, আওয়ামীলীগ, বিএনপি, ইসলামী, জামায়াতে ইসলামী না শিবিরের লোক প্রাণ হারাচ্ছেন। তারা শুধু দেখছেন র্যাব-পুলিশ আর বিজিবির গুলিতে বাংলাদেশের মানুষ মারা যাচ্ছেন। তারা দেখছেন, নবীর অবমাননার প্রতিবাদ করতে এসে, ইসলামী দলের কর্মী-সমর্থক হওয়ার অপরাধে 'রাষ্ট্রীয় নিপীড়ন' নেমে এসেছে 'মুসলমান'দের ওপর। মানবাধিকার কর্মীরা দেখছেন, সরকারি বাহিনীর চরম উন্মত্ততায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এতে সারাবিশ্বে বাংলাদেশের কোন ধরণের 'ইমেজ' প্রতিষ্ঠিত হচ্ছে রাষ্ট্র কি একবারও তা ভাববে না!!!
শপথ মানুষের রক্তের! প্রাণের বিনিময়ে কেনা বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে, বাংলাদেশের হৃদয় তাদের কখনো ক্ষমা করবে না।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৪