আমরা কাছে আসার আগেই, দুরে সরে যাচ্ছি....
কথা ছিলো এক সাথেই এগুবো।
পথটা কিন্তু খূব দুরের নয়-
রাস্তাটা একটু উঁচু নিচু, মাঝে মাঝে কিছু গর্ত
বৃষ্টি হলে পানি জমে হাঁটা খুব কষ্ট হয়ে যায়।
তবু আমি কাদা মেখে পৌঁছানোর অপেক্ষায়।
শুধু তুমি ঔদিক হতে, থেকে থেকে থেমে যাচ্ছো।
রাস্তার পরে থাকা নুড়ি পাথরে
তোমার পা বার বার থমকে যায়।
কাদার দাগ এড়াতে গিয়ে
শুধু শুধুই পিছিয়ে পরছো....
সামনে এগুতে ভীষণ ভয় তোমার!
অথচ কথা ছিলো, তপ্ত রৌদ্রের আড়াল হতে
দুজনে একসাথে ছায়া খুজবো,
অন্ধকার রাতের গভীর থেকে বেড়িয়ে
খুজবো ঝলমলে সকাল।
তুমি কখনওই কথা রাখোনি.....
আমি দুর হতে তোমার স্থির অবয়ব দেখতে পাই
রোদ বৃষ্টি মাথায় করে এগিয়ে যাচ্ছি আমি,
দুরে অনেক দুরে....
তোমার স্থিরতা, আমাদের দুরত্ব বাড়িয়ে দিচ্ছে
নিয়ে যাচ্ছে আমায়,
অন্য কোনও রাস্তায়, অন্য কোনও পথে।
জানিনা তুমি পৌছাবে কিনা....
তবু এগিয়ে যাচ্ছি....আশায়,
আরেকটু এগুলেই যদি সকাল দেখতে পাই!
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




