আমার হৃৎপিণ্ডটা ওভাবে মাড়িয়ে
বেশিদুর যেতে পারবেনা তুমি;
পায়ের নীচে লেগে থাকা
লাল-খয়েরি জমাট রক্ত,
তোমার পথ পিচ্ছিল করে দেবে,
হাঁটতে গিয়ে হোঁচট খাবে তুমি,
পিচ ঢালা পথে পরে গিয়ে ব্যাথা পাবে।
অথচ সেই নির্জন পথে তোমায়
কেউ দেখবে না-
আমার মতো গভীর স্নেহে হাত বুলাবে না
তোমার ফেটেঁ যাওয়া কপালে,
পথ রুদ্ধ হবে তোমার .....
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




