
সরকারি চাকরিতে ৯ম থেকে ১৩তম গ্রেডে কোনো কোটা না রাখার সুপারিশ করেছে সরকার গঠিত কমিটি। আজ সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছে কমিটি।
সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, "মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালতের যে রায় আছে তা কোটা সংস্কার বা বাতিলে কোনো প্রভাব ফেলবে না বলে আইন কর্মকর্তারা মত দিয়েছেন। তাদের এই সুপারিশ প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অনুমোদন পেলে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পেলে আগামী মাসেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হতে পারে।"
বিস্তারিত খবর.....
কোটা প্রসঙ্গে কিছু কথাঃ
কোটার পক্ষে-বিপক্ষে নানা কথা সেই ফ্রেব্রুয়ারি থেকে চলে আসছে। ছাত্রদের দাবী ছিল কোটা সংস্কার করে একটা যুক্তিযুক্ত/সহনীয় পর্যায়ে রাখা। তা না করে, কোটা ব্যবস্থার পুরোটাই তুলে দেয়াটা কতটুকু যৌক্তিক? বিশেষত সংবিধান যেখানে কোটার পক্ষে??
যে কোন কাজের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, রাষ্ট্রের সর্বচ্চ আইন সংবিধান। আর সংবিধান বিরোধি কোন আইন কার্যকর হবে না। মানে, কেউ যদি আইনটার বিরুদ্ধে রিট করে সেটা বাতিল হবে।(বিস্তারিত জানতে সংবিধানের ৪৪ ও ১০২ অনুচ্ছেদ দেখুন।)

প্রথমেই আমাদের সংবিধানের প্রস্তাবনার একটি লাইন দেখি,
"আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে, গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণ মুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে।" (গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্য.. শব্দগুলো আলোচনার দাবি রাখে)
এবার সংবিধানের কিছু অনুচ্ছেদে চোখ রাখা যাক,
★ সুযোগের সমতা
১৯৷ (১) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন৷
২৭। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
২৮। (৪) নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। (এটা নারী কোটা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার পক্ষে)
সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা
২৯। (১) প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।(কোটা থাকবে না)
(২)........
(৩) এই অনুচ্ছেদের কোন কিছুই-
(ক) নাগরিকদের যে কোন অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাঁহাদের অনুকূলে বিশেষ বিধান-প্রণয়ন করা হইতে,
রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। (অনগ্রসরদের জন্য কোটা থাকবে এবং সেটা ফাইনাল।)
এখন অনগ্রসর কারা, এটা বের করতে হবে। আমার কথা, "নারী কোটা, জেলা কোটা, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী ও আদিবাসী কোটা... সবগুলোই থাকবে। তবে, কোনটা কতটুকু থাকবে বা কার জন্য সেটা প্রযোজ্য হবে, এটা আলোচনার দাবী রাখে।"
.
[ফ্লাডিং-এর কারণে পোস্টে মন্তব্য সুবিধা স্থগিত করা হয়েছে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৯ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




