আমার মনে আছে জলন্ত এক আগুন
প্রতিশোধের সেই আগুন
যারা আমার এই দেশের ভাই-বোনকে মেরেছে
তাদের কে আমি আমার নিজ হাতে করবো খুন"
কি দোষ ছিলো নিরহ মানুষের ?
কি অপরাধ করে ছিলো ফুটন্ত ফুলের মতো শিশুরা
তাদের কে ব্যবহার করা হয়েছে
ফুটবলের মতো, টেনে হিচড়ে হয়েছে মারা"
১৯৭১ সালের সেই গটনা
আমার মনে জেগে উঠে
আগুনের অগ্নি বীনার সেই প্রেরনা"
এর জবব চাই, চাই এর জবাব ????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



