
কালা তোর তরে কদম তলে চেয়ে থাকি,
চেয়ে চেয়ে ক্ষয়ে গেল আমার
কাজল পরা জোড়া আঁখি!
চেয়ে থাকি (২)
আসবি বলে সেই যে গেলি
ফিরে তো আর না আসিলি-২
দিন রজনী অষ্ট প্রহর
তোরে স্বপনে দেখি- চেয়ে থাকি (২)
তমসা গল্পের এই গানটি পঙখী গেয়েছিল।অসাধারণ বেতার নাটক হয়েছিল
---------------------------------------
কালা তোর তরে কদম তলায় চেয়ে থাকি
কভু পথের ধারে কভু নদীর পাড়ে
চেয়ে চেয়ে ক্ষয়ে গেল আমার কাজল
পরা দুটি আখিঁ
চেয়ে থাকি, চেয়ে থাকি, চেয়ে চেয়ে থাকি,
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি—-
. চেয়ে চেয়ে মোর রাঙা হল কেন
. কাজল টানা কালো আঁখি
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি |
. কভু চেয়ে থাকি যমুনার জলে
. কভু চেয়ে থাকি কদমের তলে
. চেয়ে থাকা বুঝি সার হল মোর
. তবু চেয়ে চেয়ে থাকি |
চেয়ে চেয়ে মোর রাঙা হল কেন
. আবার কাজল টানা কালো আঁখি
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি |
——————
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : হাটে বাজারে
কেউকি শুনেছেন নাটক বা দেখেছেন সিনেমা্টি ?
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



