
সহজ কথা যায় কি বলা সহজে !
নারীরা কি পোশাক পরবে বা কিসে তার স্বাচ্ছন্দ্য বোধ হবে তা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। কারো ব্যক্তি স্বাধীনতায় বাধা দেবার অধিকার কারো নেই। তবে স্থান, কাল পাত্র বলে একটা কথাও গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হয়। বাঙালি মেয়েরা শাড়ি পরবে না স্কার্ট পরবে এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে। কিন্তু সমাধান যেই তিমিরে ছিলো সেই তিমিরেই আছে। এ নিয়ে সর্বজন শ্রদ্ধেয় আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের "বারো হাত শাড়ির তেরো হাত কেচ্ছাতে" কেউ বললেন- শাড়িতে নিজেকে দারুণ লাগে, কেউ বলেছেন-শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আবার নারীবাদীদের কেউ বললেন- শাড়ি সেতো এমনি এমনি পরি।
তবে শাড়ি না টিশার্ট, বিকিনি না স্লিভলেস বিতর্কে নামা ও চাপিয়ে দেয়া শাড়ির বিরুদ্ধে প্রতিবাদে নেমে কোন বাঙালি নারী বলতে পারলেন না যে-তাকে বিকিনিতেও মানায়, টিশার্টে গরমে আরাম লাগে, জিনসে শীত কম লাগে, স্কার্টে ফুরফুরে লাগে! কারন নারী যতই স্বাধীন চেতা হোক না কেনো তাকেও স্থান, কাল, পাত্রকে মাথায় রাখতে হয়। সহজ কথাটি চাইলেই সহজে বলা সম্ভব হয়না। কবি গুরুর ভাষায়ঃ সহজ কথা যায় না বলা সহজে!

সূত্রঃ বারো হাত শাড়ির তেরো হাত কেচ্ছা
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




