
(রায়েরবাজার বধ্যভূমি কবরস্থান)
মরেও সুখ নাইরে পাগল !!
নূর মোহাম্মদ নূরু
পবিত্র কোরআনে আল্লাহ বলেছেনঃ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’। তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও। (সুরা আন নিসা-৭৮)
জীবনের সব হিসেব নিকেশ শেষ হবার পরে মরণকে আলিঙ্গন করে প্রাণীকূল। তবে সকল প্রাণীদের মাঝে শুধু জীন ও ইনসান (মানুষকে) শেষ বিচারের দিনে পুনরুত্থান করা হবে। আল্লাহতায়ালা বলেনঃ "আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়"। (সুরা আল ইমরান: ১৮৫) মরনের পরে এবং কিয়ামতের আগে মানুষের মৃতদেহকে কবরস্থ করা হয়। যার মৃত্যু হলো সে দুনিয়ার সকল লেনা দেনার দায়ভার তার নিকটাত্মীয়দের উপর চাপিয়ে দিয়ে কবরে অবস্থান করে কেয়ামতের আগ পর্যন্ত। যিনি মারাগেলেন তিনিতো নিশ্চিন্ত হলেন কিন্তু অস্বস্তিতে ফেলবেন তার নিকটাত্মীয়দের। তেল, গ্যাস, নিত্যপণ্যসহ সব ধরনের নাগরিক সেবার মূল্য বেড়েছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সঙ্গে নিজেকে মানাতে না পেরে হয়তো হার্ট অ্যাটাক করে প্রাণ হারাতে পারেন যে কেউ। কিন্তু তাতেই মিলবে না মুক্তি। কারণ, বেড়েছে মৃত্যুর পরের ঠিকানা কবরের দামও। তাছাড়া দেশে জনসংখ্যা বাড়ছে কিন্তু কমছে জমি। এ কারণেও মৃত্যুর পর মানুষকে কবর দেওয়ার জমির দাম বাড়ছে। গতকাল ৮ আগষ্ট সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২য় পরিষদের ১৪তম করপোরেশন সভায় আলোচ্যসূচি-১০ এর সিদ্ধান্ত অনুসারে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানসমূহে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সংরক্ষিত বিদ্যমান কবরের উপর পুনঃকবর ফি নির্ধারণ করা হয়েছে। অফিস আদেশ সূত্রে জানা যায়, উত্তর সিটির বনানী কবরস্থানে কবরের ওপর কবর দেওয়ার জন্য ৫০ হাজার টাকা এবং অন্য কবরস্থানে কবরের ওপর কবর দেওয়ার জন্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, একটি সাধারণ কবরে ১৮ থেকে ২০ মাস পর নতুন কাউকে কবর দেওয়া হয়।
বিস্তারিত শুনুন এখানেঃ
মরেও সুখ নাইরে পাগল !!
বর্তমানে উত্তর সিটি করপোরেশনের আওতায় ছয়টি কবরস্থান রয়েছে। এগুলো হলো—উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, বনানী কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান ও উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থান। আগে সব কবরস্থানে পুনঃকবর ফি ছিল ২০ হাজার ৫০০ টাকা। উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ওই সভায় জানিয়েছিলেন, নগরবাসীকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেয়র মহদয়ের কথায় ভালোই নিরুৎসাহিত হলাম! স্বজনদের বলে যাবো মৃত্যুর পরে শহরে নয়; গ্রামের নিরিবিলি শান্ত পরিবেশে মা-বাবার কবরের পাশে আমায় দাফন দিও ভাই!
সুত্রঃ সারাবাংলা ডট নেট
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




