তুমি আমার সকাল সন্ধ্যা
নির্ঘুম রাত্রি জাগরণ
তুমি না বলা মনের কথা
পাগলের প্রলাপ - প্রবচন ।
তুমি স্নিগ্ধ প্রভাতের কলি
জানালার পাশে ফোটা ফুল
পাগল করা গন্ধে ঘুম ভাং গে
জেগে দেখি সবিই ভূল ।
তুমি আমার গোধুলী লগ্নের
লাল হয়ে যাওয়া সুর্য্য
তুমি আমার অন্তহীন ভাবনা
তূনীরের শেষ হয়ে যাওয়া তূর্য্য।।
আমি যখন লজিন থাকতাম তার পশের বড়ীর একটি মেয়ে, খুব কাছে থেকে যাকে দেখতাম , কথা বলতাম ,আবার সন্ধ্যা হলে তাকে পড়াতাম প্রায় দই বছর! তবে কোন দিন প্রকাশ করিনি তার প্রতি আমার দুর্বলতা। আজ তাকে মনে পড়ছে এই অবেলায়। কি মনে করে পুরোনো দিনের ডাইরিটা বের করলাম , ভাবতে আবাক লাগলেও ডাইরিটা খোলার সাথে সাথে এই কবিতাটা বের হয়ে এলো, যা আমি লিখে ছিলাম আজ থেকে প্রায় তিন বৎসর পূর্বে। কালের স্রোতে সব হারিয়ে গেলেও গ্রাম বালিকা কে নিয়ে আমার কবিতা হারিয়ে যায়নি। মেয়েটির নাম .........................
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১১ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



