আমার দেশ খুব ছোট একটি দেশ। এই দেশের বর্তমান জনসংখ্যা ১৫ কোটির কিছু উপরে।এদেশের ১৫ কোটি জনগনই তো আর দেশের অর্থনীতিতে অবদান রাখেনা বা হয়ত রাখতে পারেনা।তবে বেশীর ভাগ জনগনই দেশের অর্থনীতিতে অবদানে চেষ্টা করে;এমন কি এদের মাঝে কিছু অপ্রাপ্তঃ বয়ষ্করাও আছে যারা নিজেরা কষ্ট করে অর্থ উপার্জন করছে এবং কোন না কোন ভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখছে।
এখন এই অর্থনীতিতে অবদান নিয়ে বার বার একই কথা বলছি কেন?
দেশের প্রায় ৩৩ লাখ লোক শেয়ার ব্যাবসার সাথে জড়িত (দৈনিক ইত্তেফাক ২১/০১/১১)।যা প্রায় আমাদের মোট জনসংখ্যার প্রায় ২.১% যা মালদ্বীপ এর মোট জনসংখ্যার কাছাকাছি (৩৬ লক্ষ এর একটু বেশী)। এই বিশাল জনগোষ্ঠীর কেউ ব্যবসায়ী,কেউ রিটায়ার্ড কর্মচারী,কেউ বেসরকারী চাকুরীজীবি ইত্যাদি ইত্যাদি।তারা সবাই যেমন তাদের বিনিয়োগ এখানে দিয়েছেন এবং এর মুনাফা দিয়ে নিঃশ্চই দেশের কোথাও না কোথাও টাকা কাজে লাগিয়েছেন অর্থাৎ দেশেরই অর্থনীতিতে কাজে লাগিয়েছেন বা লাগাতেন।
গতকাল প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় উদ্ধৃতি তে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, খুলনায় এক অনুষ্ঠানে শেয়ারবাজারের ধস প্রসঙ্গে বলেছেন কতগুলো লোক যদি অর্থনীতিতে অবদান না রেখে নিজেরাই লাভবান হতে চান, তাদের কষ্টে আমার হৃদয় কাঁদে না মন্তব্য করেন।
অথচ যারা এই কতগুলো লোককে ব্যাপক ক্ষতির মধ্যে ঠেলে দিয়েছে বা দেওয়ার চেষ্টা করছে বা তাদের পুজিঁ সর্বস্ব হাতিয়ে নিচ্ছে তাদের বিরূদ্ধে এখনো কোন ব্যাবস্থা নেওয়া হয়নি।
তাই যারা পুজিঁ হারিয়ে পাগল প্রায় তাদের জন্য আমার হৃদয় কাঁদে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


