জাতি হিসাবে আমরা যে কতটা অধম এবং নির্বোধ, তা আপনি ভালভাবেই জানতেন। আপনার লেখার মাধ্যমে চোখে আঙ্গুল দিয়ে বারবার দেখিয়ে দিয়েছেন, আমরা কতটা অধম এবং নির্বোধ জাতি। তারপরও যেন আমরা প্রতিজ্ঞা করে নিয়েছি আমরা অধম এবং নির্বোধই থাকবো।
আমাদের দেশের একটি রাষ্ট্রীয় এবং একাধীক বেসরকারী বিমান কোম্পানী থাকা সত্বেও হুমায়ূন আহমেদ মরদেহ আসছে ভারতে একটি বিমানে। আমাদের সুখ-দুঃখ সব কিছুতেই যেন ভারত আমাদের পিছু নিয়ে নেয়। এই অধম এবং নির্বোধ জাতির যেন কোন ভাবেই ভারত থেকে মুক্তি নেই।
জানি না এটি আবেগীয় কথা হয়ে যাচ্ছে কিনা ? তবুও হুমায়ূন আহমেদ নেই এটা যেমন মানতে পারছি না। ঠিক তেমনি মানতে পারছি না যে তার মরদেহ আসবে ভারতে একটি বিমানে।
তাই আবারও অনুরোধ করছি স্যার ক্ষমা করবেন এই অধম এবং নির্বোধ জাতিকে।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১২ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




