এই দিন দিন নয়
-মুহাম্মদ ওহিদুল ইসলাম
আজ দিনটা দু:সংবাদে ভরা
ভ্যাপসা গরম কখনও মেঘ, কখনও প্রচন্ড রোদ
কখনও বা ঘূর্নি বাতাস ধুলো ঝড়
কর্মক্ষেত্রে অতিশয় অস্থির ক্ষুদ্ধ কর্তৃপক্ষ খোদ ।
কাজেও নেই সময়েও নেই হাতে
অজানা নির্দেশের অপেক্ষায় প্রহর কাটে
অপেক্ষার ব্যস্ততায় জমে পাহাড়
নিত্য চাহিদা জীবন জীবিকার...........
এই যে অযথা অপচয়
মূল্যবান বহতা সময়
কে রাখে তার হিসাব?
কি লাভ দেখে খোয়াব?
তারপরও সময়ের কাছে হচ্ছে ধার
একদিন দিন নিশ্চয়ই আসবে শোধিবার
সেইদিনের জন্য আজকের আঁকিবুকি
সেইদিন চলবে না কোনই ফাঁকিঝুকি ।।।
১০/০৬/২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



