সময় বহে যায়....
-মুহাম্মদ ওহিদুল ইসলাম
জেগে আছি এখনোবদি
নিকষ কালো নিশুতি রাত আলোয় ফিকি হতে হতে
ভোর হয়; তাজা শিশু রক্ত রাঙা সূর্য উঠে
কসমোপলিটন জীবর যাপনে দুর্লভ সকাল হওয়া দেখি
আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে আরও একটি নিস্ফলা রাত কেটে গেলো
হায় সময় ! তোমার পিছে ছুটতে ছুটতে জীবনেই চলে গেলো !
ব্যর্থ জীবনে নিকষ কালো রাতই আসে
যে কখনই সজীব সতেজ সুন্দর সকাল দেখে যেতে পারে না।
নীতি আর্দশ নৈতিকতা বিলোবার বিষয়
দিনের আলোয় হামেশা হরদম বিলোই, দম নেয়ার ফুরসৎ কই?
হায়রে সময় ! বেহায়া সময় ..........
২১.০৫.২০১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



