-১-
মনা আয় আয় আয়
বেলা বইয়া যায়
ভুল করসি কেন বোকার মত
ভুল করে তুই থাকবি কত?
ভুলের দুনিয়ায়
মনা আয় আয় আয়
বেলা বইয়া যায়
যখন তখন চুরি করিস
চুরি করে ধরা পড়িস
মনের আয়নায়।
মনা আয় আয় আয়
বেলা বইয়া যায়
পাইবি যখন মনরে খবর
সফল হইবে তোর এই সফর
প্রেমের যমুনায়।
মনা আয় আয় আয়
বেলা বইয়া যায়।।
-২-
ও রে ভানের ঘুমে ঘুমাই রইলি
জাগলি না তুই সত্যের ডাকে
এমনি করে দিচ্ছিস ফাঁকি
দিনে দিনে হচ্ছিস পাপী
সত্য যে তোর যায় তফাতে
ও রে ভানের ঘুমে ঘুমাই রইলি
জাগলি না তুই সত্যের ডাকে
ও রে এক জনমে কয়টা তো দিন
ভানের ঘুমে করলি বিলীন
এই দিন তো আর আসবে না ফিরে
ভাসাইলে বুক চোখের নীরে
সত্য যে আসবে না আর কোন তোফা'তে
ও রে ভানের ঘুমে ঘুমাই রইলি
জাগলি না তুই সত্যের ডাকে
যখন পড়বি রে তুই দূর্বিপাকে
তখন ডাকবে না তো কেউ তোকে
সত্য যে যাবে দূর তফাতে
ও রে ভানের ঘুমে ঘুমাই রইলি
জাগলি না তুই সত্যের ডাকে।
-৩-
মনের মানুষ যদি হও
মনের কথা আমায় কও
আমি তোমার মনের মানুষ গো
তোমায় নিয়ে বাধঁবো ঘর
নইলে যাব তেপান্তর
সকাল বিকাল দেখা শোনা
আর তো আমার ভাল লাগে না
এবার মনের কথা মুখে কও
আমি তোমার মনের মানুষ গো
দু’দনি আগে দু’দনি পরে
আনবো আমি তোমায় ঘরে
এইটা আমার মনের কথা
তুমি কি বুঝ না তা?
তুমি কি আমার মনের মানুষ নও?
মনের মানুষ যদি হও
মনের কথা আমায় কও
আমি তোমার মনরে মানুষ গো
-৪-
ও প্রিয়া ও প্রিয়া
রঙে দেয় আমায় রাঙাইয়া
হৃদয়ের রঙে দে রাঙাইয়া
প্রেমের গাঢ় রঙে
মাখাইয়া দে সারা অঙ্গে
সে রং যেন ধুয়ে না যায়
সারা জনম ধরে ধুইয়া
ও প্রিয়া ও প্রিয়া
রঙে দেয় আমায় রাঙাইয়া
হৃদয়ের রঙে দে রাঙাইয়া
তুমি আমার রঙনি পানশী
আমি তোমার রসকি নাইয়া
প্রেমের রঙে রাঙা ভূবন
সুখে দুঃখে কাটবে জীবন
তোমার কোমল পরশ পাইয়া
ও প্রিয়া ও প্রিয়া
রঙে দেয় আমায় রাঙাইয়া
হৃদয়ের রঙে দে রাঙাইয়া
-৫-
মনা রে
ও রে আমার আপন ভোলা মনা
কতই রঙ্গ জানসি রে তুই
মন্দ টা নিস ভালোটা থুই
তুই আসল নকল চিনলি না
মনা রে
ও রে আমার আপন ভোলা মনা
এই দুনিয়ার ভোগ বাজারে
বৃথা রে তোর সৎ সাজা রে
খেয়াল কর তোর হইছে জমা
দিনে দিনে দিনের দেনা
মনা রে
ও রে আমার আপন ভোলা মনা
চাইবি যদি পাইবি ক্ষমা
খুইল্যা ফেল তোর সঙের জামা
চোখের ঠুলি রঙিন চশমা
মনা রে
ও রে আমার আপন ভোলা মনা
-৬-
ও রে কাঙ্গাল হায় রে কাঙ্গাল
কাঙ্গাল না হইলে পরে
চিনবি না দিন-কাল
ও রে কাঙ্গাল হায় রে কাঙ্গাল
কেউ কাঙ্গাল টাকা-কড়ির
কেউ কাঙ্গাল বাহাদুরীর
কউে কাঙ্গাল গাড়ী-বাড়ীর
কেউ কাঙ্গাল শুধুই নারীর
এমনি করে গেল রে
গেল রে তিন-কাল
ও রে কাঙ্গাল হায় রে কাঙ্গাল
কাঙ্গাল না হইলে পরে
চিনবি না দিন-কাল
ভবের এই বালা খানায়
কেউ কম না কাঙ্গালপনায়
বাঁধবি রে ঘর যত সোনায়
খাইবো রে তোর তত নোনায়
এক দিন সে ঘর পড়বে খসে
কাঙ্গাল কাঙ্গাল কাঙ্গাল দোষে
সে দিন হইবি রে নাকাল।
ও রে কাঙ্গাল হায় রে কাঙ্গাল
কাঙ্গাল না হইলে পরে
চিনবি না দিন-কাল
আসল কাঙ্গাল না হইলে পরে
সাতঁরাবি খাল জনম ভরে
পাইবি না কূলের নাগাল
হইবি যদি আসল কাঙ্গাল
পাইবি পাইবি কূলের নাগাল
ও রে কাঙ্গাল হায় রে কাঙ্গাল
কাঙ্গাল না হইলে পরে
চিনবি না দিন-কাল
-৭-
ও বন্ধু রে বোকা বন্ধু রে
মুখের কথাই শুনলি রে তুই
মনের কথা বুঝলি না
বাহির বাড়ী দেখলিরে তুই
ভিতর বাড়ী দেখলি না
ও বন্ধু রে বোকা বন্ধু রে
ভুল বুঝে দূরে গেলি
আমারে একেলা ফেলি
আমি এখন কি যে করি
তোর খোঁজে কারে ধরি
পাড়া-পড়শী করে যন্ত্রণা
ও বন্ধু রে বোকা বন্ধু রে
মুখের কথাই শুনলি রে তুই
মনের কথা বুঝলি না
বাপ ভাইরা খুঁজে ছেলে
দিবো বিয়া ভালো পেলে
তখন তোর হইবো কি যে
চুষবি আঙ্গুল নিজে নিজে
এই কথাটা ভাইব্যা দখিলি না
ও বন্ধু রে বোকা বন্ধু রে
মুখের কথাই শুনলি রে তুই
মনের কথা বুঝলি না
আমারে দুঃখ দিয়া
করলে অন্য রে বিয়া
সুন্দরী বউ পাইব্যা
ভাবছো তুমি সুখী হইব্যা
এটা তোর ভুল ধারণা
ও বন্ধু রে বোকা বন্ধু রে
মুখের কথাই শুনলি রে তুই
মনের কথা বুঝলি না
-৮-
পাশার কি দুঃখ রে
মাইয়ার মা তা বুঝলো না
এত ছেলে দেখলো তবু
পাশা মিয়ারে দেখলো না
এ কে তো বয়সের জ্বালা
সকাল- সন্ধ্যা সারা বলো
শোয় পাশা একলা একলা
খালি বিছানায় ঘুম তো আসে না
পাশার কি দুঃখ রে
মাইয়ার মা তা বুঝলো না
মাইয়ার মায়ের মাইয়া কালা
পাশা মিয়া ডাংগর পোলা
শরীর স্বাস্থ্য খুবই ভালা
মাইয়ার মা তা দেখও দেখলো না।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



