সবাই চেয়ে আছে
সবারই প্রত্যাশা একই
মহান এক আত্মা এসে
উপশম করে দিবে সব।।
ঢাকার রাস্তায় আমার পাঁচ বছরের ছেলে
খেলবে ডাংগুলি উৎফুল্ল চিত্তে দলে বলে
গাড়ীগুলি ঠিক সময়ে পৌঁছে যাবে ঠিক গন্তব্যে
ন’টার গাড়ী ক’টায় ছাড়বে এ কথা সবাই যাবে ভুলে।
ঢাকার বাড়ীগুলো একে অন্যকে কোলাকুুলি করবে না।
শুধু অভিজাত এলাকায় নয় যে কোন পাড়া-মহল্লার গলি-ঘুপচিতে
রাজহাঁসের মত হেলেদুলে চলবে ডবলডেকার, ভলব আর রোজ রোয়েলস;
নিয়ন বাতির ক্ষীণ আলোয় ম্যানহোলে হারিয়ে যাবেনা কালু কানাও
জ্বলজ্বল দেখবে বেইল পদ্ধতির ট্রাফিক নিয়ন্ত্রনের আধুনিক স্থাপনায়।
ঈসরাফিলের সিঁঙ্গার ফুঁ তে ধসে পড়বেনা সবচেয়ে দুর্বল বিল্ডিংটিও।
সুলতানের তুলির আচঁড়ে ফুটে উঠা বলবান মানুষগুলো
ক্যানভাস থেকে নেমে এসে বসবাস করবে এই বাংলাদেশে।
ঢাকায় হবে জাতি সংঘের নতুন সদরদপ্তর।
শান্তির সকল পায়রার চালান যাবে হুসনী দালান থেকে।
বুড়িগঙ্গার স্ফটিক স্বচ্ছ পানি পাবে গঙ্গাজলের পবিত্র মর্যাদা।
নেলসন ম্যাডেলা আর অং সাং সুচি পালা করে শান্তির পাঠ নিতে আসবে
লুই কানের নক্শায় তৈরী জাতীয় সংসদ ভবনের প্রত্যেক অধিবেশনে।
হে প্রভূ রক্ষা কর আমার এ স্বদেশ- আমার এ জন্মভূমি
পাঠাও তোমার মহান কোন আত্মা মহান কোন নেতা
বাংলাদেশের সব জঞ্জাল সরাতে মানুষগুলোকে মানুষ বানাতে
বাংলাদেশ আজ তারঁ প্রতীক্ষায় - তারঁ প্রত্যাশায় দিন গুনছে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



