জানুয়ারী 23, 2007
গত 21শে জানুয়ারী ওকাবাংলার সকল সদস্য এবং তাদের পরিবারবগর্ পবিত্র ঈদ উল আযহা-র একটি পর্টিতে অংশ গ্রহন করে।
আমরা সকলে মিলেই এই একঘেয়ে প্রবাস জীবনে একটু আনন্দ পাবার জন্যই একসাথে মিলিত হয়েছিলাম। ভূল-ত্রূটি মিলিয়ে অনুষ্ঠান মোটামুটি ভাল মতই সম্পন্ন হয়েছে এবং আমরা সকলেই অনেক আনন্দ করতে চেষ্টা করেছি। ভবিষ্যতে আরও ভালভাবে অনুষ্ঠান করতে পারব বলেই আমরা সবাই আশা করছি।
এখানে অনুষ্ঠানের আয়-ব্যায়ের হিসাব দেয়া হল:
Financial summary (in JPY) of the Samity's balance after the party:
Balance received from previous authority: 17,522.00 JPY
Expenditure on Jan 21, 2007 Eid Party:
Glass and Plates (for day time party): 1,050.00
Drinks: 1,584.00
Plates (for evening party): 582.00
_____________________________________________
Total expediture: 3,216.00
Amount reimbursed (by one member) 1,000.00
_____________________________________________
Final expenditure 2,216.00
Current balance: (17,522.00 - 2,216.00) = 15,306.00 JPY
ধন্যবাদ সকলকে!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



