হলুদ রং আমার প্রিয় ছিল না। কখনোই না।
তবে যখন থেকে জানলাম তোমার হলদে রঙের প্রতি দুর্বলতা
তখন হতে আমার প্রিয় ফুল গাঁদা,
প্রিয় ছবি ভ্যান গগের সানফ্লাওয়ার,
প্রিয় চরিত্র হিমু,
প্রিয় মুহূর্ত রাতের আকাশের হলদে চাঁদ,
তোমার জন্য কেনা একমাত্র উপহার টুইটি ডল
প্রিয় অনুষ্ঠান যে কোন গায়ে হলুদের,
প্রিয় পাখি হলদে পাখি।
কিন্তু কিছুই দেখিনি এইসব এখনো জীবনে।
না দেখে যদি তোমায় ভালবাসা যায় বাকিরা তো সব তুচ্ছ।
যদি ও বা দূরে তাতে কি
আমার সব শুভ কামনা ঠিক্ই তোমায় খুঁজে নিবে।
তোমার প্রতি আমার শুভ কামনা গুলো আর যাই হোক অন্ধ নয়।
ভালো থেকো, কদম ফুল আমার !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


