১. এই হাসির অর্থ হলো -
এই যাত্রায় বেচে গেলাম।
মরতেই বসেছিল। হাই ডোজ কেমোথেরাপি দেয়ার পর রক্তের শ্বেত কনিকা নেমে যায় বিপদ সীমার অনেক নিচে।
এক রকম আতংকে কাটিয়েছি। প্রতিদিন সকালে ভাবতাম আজ বুঝি গিয়ে শুনব " কাল রাতে....."
আতংক ছিল তার ভেতরেও। প্রতিদিনই সে বরিশালের আঞ্চলিক ভাষায় বলত "স্যার বাচমু তো..... "
যাই হোক অবশেষে তার শ্বেত কণিকা কাংক্ষিত মাত্রায় পৌঁছেছে।
২. এই হাসির আরেকটি অর্থ হলো -
পেট ভরে ভাত খাইলাম।
কেমোথেরাপি দেয়ার কারনে তার মুখে এক প্রকার ঘা (mucositis) হয়েছিলো। ফলে এই এক সপ্তাহে সে শক্ত কিছুই খেতে পারেনি। আজ সকালে সে ভাত খেয়েছে পেট ভরে।
"স্যার, আইজকা পেট ভইরা ভাত খাইছি। হেইয়া ডাইল আর ভর্তা দিয়া ভাত খাইয়া উইডাই আপ্নেরে ফোন দেসালাম। আপনে ধরেন নাই......"
ফোন ধরতে পারিনাই তো কি হইছে? আসেন সেলিব্রেট করি.......
আহা কি আনন্দময় এই বেচে থাকা!
কি সুখ এই ডাল ভাতের জীবনে!
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫০