সূর্য ভাবাও দৃশ্য পোড়াও, ওড়াও ওড়াও স্বপ্ন ছাই
ছাই ঘেঁটে পাওয়া ভাবনা গুলোর তড়িৎ বাস্তবায়ন চাই,
চাই কিযে চাই ভাবছি সদাই ভূলতে গিয়ে তালমাতাল
মাতালের বুকে দুখের অসুখ চিকিৎসাতেই হয় কাঙ্গাল।
কাঙ্গালের বড় দূর্দিন আজ খুজতে গিয়ে নীল পাহাড়
পাহাড়ের বুকে বিলবোর্ড আর নিয়ন আলোয় হয় আধার।
আধার ফুরায় আতশবাজিতে, মঞ্চ মাতায় যুদ্ধ বিমান,
বিমান না ওরা ভগবান করে পাপ, পাপিদের অবসান।
অবসান হয় মানব শিশুর পাঁপ তার জাতিস্বত্ত্বা
স্বত্বা, যেথায় লাভ খুজে পায় মুখ বুজে খায় গোত্তা।
গোত্তা খাওয়া সত্ত্বা ঘূড়ির নাটাই হাতে চালক কই?
কই মাছ প্রান তিনি যে মহান, তাকে খুঁজে রোজ ক্লান্ত হই।
হইতে গিয়েও হয় না তো শেষ ,বিষের নেশায় মাতাল প্রান,
প্রানের সুরে প্রান মেলাতেই, দিন বদলের অবসান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


