সতর্করুপক চরিত্রের শিক্ষনীয় কাহীনি:বিতর্কিত কনটেন্ট থাকতে পারে,বিতর্কপ্রিয়দের পাঠ নিষেদ
দৃশ্য —৯
[/sub]
প্রতিদিনকার মতো রফিক ধ্যানে মগ্ন হোলো,একটু পর তার মুর্শীদ তার কুটিরে চলে এলো,পীর এবং মুরিদ দুজনেই আল্লাহর ধ্যানে মশগুল,এই ইয়াদ দাশতের অবস্তায় মুর্শীদ তাকে কিছু কথা বলে চলে গেল,
মুরশিদ :" যদি তুমি আত্মিক কোনো বিপর্যয়ের সম্মুখীন হও,তাহলে নরাচরা করোনা। ধীর-স্থিরতা র সহিত কাজ করবে।যতক্ষন পর্যন্তনা আল্লাহ কোনো ব্যাবস্তা করে দেন।কুরআন তেলাওয়াত,নামাজ, দুরুদ শরীফ পাঠ,এবং যিিকির এই কয়েকটিকে সবচেয়ে গুরুত্ব দিবে,পৃথিবীতে যে বিপর্যয় এবং অন্ধকার তোমার চোখে পরে তা মানুষের পাপের কারনে হয়ে থাকে,সেই অন্ধকারের দিকে বেশি নজর দিবেনা,পৃথিবীবাসির খবরাখবর কম শুনবে,কারন তা অন্তরক চিন্তার মধ্যে ফেলে,এবং অন্তরে সেগুলো লেগে থাকে।
হে বৎস!আমি তোমাকে দুটি উপদেশ দিচ্ছি,মনের ক্যানভাসে স্মৃতিসরুপ গেঁথে রেখো —
১।গুনাহের আশেপাশেও যেওনা,যেহেতু তোমাকে মরতে হবে।
২।সাধনা করে এর ফল দুনিয়া আখিরাতের কোনোকিছু কামনা করোনা,সুধু প্রিয়তমকেই,নেক আমলের বদলায় চেয়ে নিও।তুমি অন্যদের থেকে বেশি লাভবান হবে।
মুর্শীদ এই কথাগুলো বলে চলে গেলো।কথাগুলো রফিকের মনের গহিনে প্রবেশ করলো,তার আত্মিক তৃপ্তি এবং স্মরন এবং ধ্যান আরোও গভীর হলো।
মাঝরাতে শয়তান আমল নষ্ট করার জন্য আগমন করল।রফিক আগের মতোই আত্মিক শক্তিতে তাকে ধরাশায়ী এবং বশ করে ফেলল,শয়তান এবং রফিকের মধ্যে,বাদ প্রতিবাদ যুক্তি তর্কের ঝড় বয়ে গেলো—
রফিক :হে শয়তান, এখানে তোমার কি কাজ?
শয়তান:তোমার প্রতি আমি খুবই হিংসুটে।তুমি যখন আল্লাহর নাম উচ্চারন করো,আরশের সাথে গিয়ে তা আঘাত করে,সারা দুনিয়া আলোতে বরে যায়।পাপি ব্যাক্তি থরথর করে কাঁপতে শুরু করে।আমার মিশনের সাথে সরাসরি এই আমল সাংঘর্ষিক। আমি তা সহ্য করতে পারিনা।আমি তোমাকে হত্যা করতে পারলে বাঁচি।কিন্তু আমি সেই সুযোগ পাচ্ছিনা।
রফিক :আল্লাহ যেন তোমাকে সেই সুযোগ না দেন!দুরাচার কোথাকার।দূর হও এখান থেকে।
শয়তান :রফিক!আমি তোমাকে ছাড়বোনা।মৃত্যু পর্যন্ত তোমার পিছনে লেগে থাকবো।সুযোগের সৎব্যাবহার করতে আমি আলসেমি করিনা।হা হা।
রফিক:এখান থেকে দূর হও,নাহলে আমি তোমাকে আগুন লাগিয়ে পুরিয়ে দিতে পারি।আমার সেই শক্তিও আছে।
শয়তান:তুমি আগুন লাগাতে পারবে কিন্তু মারতে কখোনৌ পারবেনা,সেই কাজ আমি আগে থেকেই সেরে নিয়েছি।তোমার মনের পবিত্রতাকে আমি নষ্ট করেই ছাড়তে।যাতে আসমান জমিনের আলো নিভে যায়।এবং মানুষ পাপাসক্ত হয়ে পরে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





