কী লিখি তোমায়?
প্রিয়তম, তুমি ছাড়া আর
কোন কিছু ভালো লাগেনা আমার ...
কী লিখি তোমায়?
কৃষ্ণচুড়ার বনে ছায়া ঘনপথ ...
আঁকাবাঁকা পথ
আমার আঙ্গিনা থেকে চলে গেছে তোমার মনে
বসে আছি বাতায়নে তোমারই আশায়...
কী লিখি তোমায়?
ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়
কত কথা কয়
তোমার আসার কথা লেখা আছে সব কিনারায়
গুনগুন করে মনে ব্যাথারও ছায়ায় ...
কী লিখি তোমায়?
তুমি ছাড়া আর কোন কিছু ভালো লাগেনা আমার
কী লিখি তোমায়?
[লতা মুঙ্গেশকরের গান]


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


