অনেকক্ষণ আগেই সকাল হয়েছে এখানে। উপভোগ করছি বেশ। ইচ্ছে হচ্ছে সকালের উপরে বেশ কিছু গান শুনবার। কিন্তু খুব বেশি নেই কাছে।
তাই, সকাল নিয়ে বেশ কিছু গান সংগ্রহের চেষ্টা করছি।
ব্লগারদের অংশগ্রহণ কাম্য।
নিজেই দিচ্ছি কয়েকটা। পরে অন্যদের ইচ্ছানুযায়ী যোগ করা হবে।
১. ডাকে পাখি, খোলো আঁখি, দেখো সোনালী সকাল – হৈমন্তী শুক্লা
২. সকাল আসেনা – অন্তহীন
৩. তুমি আমার প্রথম সকাল – তপন শাকিলা
৪. ভোর হলো দোর খোলো, খুকু মনি ওঠোরে – নজরুল সঙ্গীত
৫. সাত সকালে মনের ঘরে কড়া নাড়ে কে? – লতা মুঙ্গেশকর
৬. আজ সকালের ডাকে - বনশ্রী সেন গুপ্ত [সৌজন্যেঃ গানচিল]
৭. সকালে উঠিয়া আমি মনে মনে----মাহমুদুন্নবী (দুই ভাই) [সৌজন্যেঃ গানচিল]
৮. সকালের ঘুমগুলো রোজ ভাঙ্গে দেরীতে------কুমার বিশ্বজিত [সৌজন্যেঃ গানচিল]
৯. "যদি বন্ধু হও , বাড়াও হাত" - শুভমিতা [সৌজন্যে আশরাফুল ইসলাম দূর্জয়]
লিঙ্ক পরে যোগ করা হবে।
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


