বলবোনা সেই প্রিয় মানুষ আজ অপ্রিয় হয়ে গিয়েছে, যদি এক বেলা প্রিয় থেকে অপর বেলা অপ্রিয় হয়ে যায় তবে তো এখানে আমার মনের গন্ডগোলই ধরা পড়ে.....
...............নাহ সে অপ্রিয় নয় তবে অধরা হয়ে গিয়েছে হয়তো..........
সব আসলে ঐ বেটা সময়ের দোষ, কখন কিভাবে কাছে নিয়ে আসে কাউকে তা যেমন বলা যায়না, তেমনি কিভাবে দূরে নিয়ে যায় তারও কোন হদিস পাওয়া যায় না কিংবা পাওয়া গেলেও বড্ড দেরী হয়ে যায়। সবখানেই সময়ের দারুন কারসাজি.....
এখন আমি আমার প্রিয় ডাইরীটাকে মিস করি নাকি প্রিয় মানুষটাকে তা ঠিক বুঝে উঠতে পারিনা......প্রিয় প্রিয়তে সব যে একাকার.............
কারণ আমার ডাইরীর পাতার সকল অনুভূতি জুড়েই যে প্রিয় মানুষটি আমার.....
আজকাল একটি কথাই ভাবছি শুধু কিভাবে কেউ কারো এত বেশী আপন হয়ে যায়....? বহু দূরের দুটি মানুষ, যাদের বেড়ে ওঠা দুটি আলাদা জগতে কি করে একে অপরের সব কিছু হয়ে যায়??? এত্ শক্তি! হ্যাঁ, এত শক্তি তো থাকে শুধু ভালবাসাতেই.............।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



