অপেক্ষার পরে যে প্রাপ্তি, তার আনন্দ অনেক অনেক বেশী, অনেক অনেক সুখের...........
তবু, কিছু কিছু অপেক্ষা থাকে যে অপেক্ষার প্রহর শেষ হয়না কখনও......
.....তবুও কিছু কিছু মানুষ কাটিয়ে দেয় তার সারা জীবন সে মধুর অপেক্ষার জন্য.....
কোন কোন অপেক্ষা মানুষের জীবনকে সুন্দর করে দেয় আরো,
আর কিছু অপেক্ষা কেড়ে নেয় জীবনের শেষ হাসিটুকুও...
অপেক্ষা চলতে থাকে প্রতি হৃদয়ে তারপরও...........
মানুষ স্বপ্ন দেখা ছাড়া বাঁচতে পারেনা..........বেঁচে থাকার জন্য তাকে স্বপ্ন দেখতেই হয়.........আর যেখানে স্বপ্ন দেখা সেখানেই এসে যায় অপেক্ষা পালা.....
অপেক্ষা নিয়েই আমরা বাঁচি, জীবন পুড়োটাই শত কোটি বড় -ক্ষুদ্র অপেক্ষার সমষ্টি........এ অপেক্ষার পথ কারো জন্য হয়ে যায় তিক্ততার, কারো জন্য শুধুই মিষ্টি....
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



