বাগানে বাস আমার,
শত রঙের ফুল, সহস্র প্রজাপতি
কিংবা রঙ বেরঙের রংধনু
সবাই আমার খুব কাছের বন্ধু।
আমাকে মুগ্ধ করতেই যারা
নিজেকে ব্যাস্ত রেখেছে দিন রাত্রি।
তবুও যখন অল্প কিছু সময় চুরি করে;
লুকিয়ে, সবাইকে ফাঁকি দিয়ে
সে আমার সাথে দেখা করে,
আর আমি তাকিয়ে থাকি
তার আসার পথে চেয়ে,
আমি জানি, হয়ত তুমিও মানবে
এই মেয়েটিকে আমি আসলেই ভালোবাসি।
তুমি আমাকে দিবাস্বপ্ন দেখতে মানা করতে পারো,
কিংবা আকাশের দুরত্ব মাপাতে পারো,
লাভ এবং লোকসানের অংকও শেখাতে পারো।
কিন্তু বিশ্বাস করো,
যখন তার চোখের দিকে তাকাই,
যখন দেখি আমার পুরো পৃথিবী,
ওই দুটো চোখে আটকে গেছে,
তখন কেন জানি স্বপ্নেই বাঁচতে ভালো লাগে।
তুমি তাকে বিলাসিতা বলতে পারো,
হেসে উড়িয়েও দিতে পারো,
কিন্তু আমি জানি, আমার বাঁচার জন্যে
এই দুটো চোখ বড় বেশী প্রয়োজন।
আচ্ছা বাদ দাও, মানলাম এটা ভালোবাসা না,
তাহলে বলো তো, কেন বিদায়ের সময়টা আমরা ভয় পাই?
কেন "যাই' বলার পরও হাত ধরে বসে থাকি?
কেন বারবার প্রার্থনা করি সময় হোক প্রলম্বিত?
আচ্ছা অন্তত এইটা বলো, কেন ফিরে আসার পথটা
আমাদের দুজনেরই ঝাপসা হয়ে যায়?
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


