আমার এই ব্যাস্ত দিনের শেষে
যখন শহরের স্বার্থপর আর
সুযোগসন্ধানী মানুষগুলোর সাথে
ঘরে ফিরি,
যখন বোতলজাত রজনীগন্ধা বা বেলী;
আমার অনুভুতিগুলোকে ভোঁতা করে দেয়,
তখন আমার ঘামে ভেজা জামার হাত জড়িয়ে
কাঁধের উপর মাথা রেখে,
তুমি ঘুমিয়ে যাবার ভান করো।
কেন করো?
কেন আমার সারাদিনের ক্লান্তি দুর করে দাও?
অন্যরা কি সুন্দর ক্লান্ত হয়ে সারারাত ঘুমোয়,
আমি কেন সারারাত তোমায় ভেবে ঘুমাইনা?
হতে পারে তুমি সহস্র মাইল দুরে,
অনেক এবং অনেক দুরে,
তবু আমি;
তোমার গন্ধ পাই
তোমার স্পর্শ পাই
তোমার ভালোবাসা পাই।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১২ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


