আমার ভদ্র পরিপাটি জামার নিচে,
এই যত্ন নেয়া চমড়ার ভেতরে,
প্রতিবাদী রক্তগুলো
বেশ যন্ত্রনা দেয়।
বার বার ভেদ করে আসতে চায়
পুরু চামড়ার দেয়াল।
এই সাজানো গোছানো
ঠিকঠাক সমাজের রাস্তায়
বিশৃংখলা আনতে চায়।
সব মেনে নেয়া মানুষগুলোর গায়ে
আগুন ধরাতে চায়।
বহুজাতিক কোম্পানীর
রকমারী ক্রীমে
আমার ত্বকের ছিদ্র গুলো বন্ধ।
তাই তারা বের হতে পারে না,
তাদের সেই আগুনে
জ্বলে-পুড়ে যাই
আমি নিজেই।
খুব ছোট বেলায়
তারা চেনার সাথে সাথে
যে স্বপ্নগুলো
ঐ আকাশে এঁকে দিয়েছিলাম,
তারাও বেশ কষ্ট দেয়।
রৌদ্র খরতাপে
প্রচন্ড ঘাম ঝড়ায়।
আমি আকাশের দিকে তাকিয়ে,
সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি প্রার্থনা করি।
তবু আমার আকাশ থাকে শুষ্ক।
ইদানিং হৃদস্পন্দনটা
বড্ড বেশী হয়।
এতো বেশী যে,
মনে হয় বুকের পাঁজর ভেঙ্গে,
হৃদপিন্ড বেরিয়ে আসবে।
জানো, আমার খুব কষ্ট হয।
তুমিই তো আমার হাত ধরে বলেছিলে
সব ঠিক হয়ে যাবে।
তোমার সুগন্ধযুক্ত
শীতোতাপ নিয়ন্ত্রিত ঘরে,
হয়ত সবই "ঠিক" আছে।
কিন্তু জেনে রেখো,
আমি সূর্যের আকাশেই
বৃষ্টি খুঁজি।
শত যন্ত্রনা পুষে রেখে
চোখ বুজি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


