[ এই সম্পর্কটা যদি মহাকালের গর্ভে হারিয়ে যায় তাহলে আমি কোনদিন তোমায় ক্ষমা করবো না..........]
আমি তোমাকে ভালোবাসি,
তবে প্রেমিকার মতো না,
সূর্যমুখী ফুল যেমনটা ভালোবাসে সূর্যকে
ঠিক তেমনটা।
সব সময় তাকিয়ে থাকি
তোমার একটু মুখের হাসির জন্যে।
আমি তোমাকে ভালোবাসি,
তবে বোনের মতো না,
কিংবা কন্যার মতো না,
স্বাধীনতা যেমন ভালোবাসে বৃষ্টিকে
ঠিক তেমনটা।
দুহাত মেলে দাড়াই তোমার নীচে
নিজেকে খুঁজে পাবার জন্যে।
সহস্রাব্দের শ্রেষ্ঠ ভালোবাসাটুকু
প্রেমিকার ঠোঁটে জমা করে,
আমি তাকিয়ে থাকি তোমার দিকে।
কারন তুমি ছাড়া
এই পরিপূর্ণ ঠিকঠাক
জীবনটা হোঁচট খায়,
তোমার ছবির সামনে
ঠায় দাড়িয়ে থাকে
একটু ভালোবাসার আশায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


