তুমি হেলেন
তোমারা জন্য ধংস হলো ট্রয়
তবু তুমি রইলে অক্ষয়
তোমার জন্যে হাজার জাহাজ কাটলো সাতার,
বাবা হারালো ছেলে, আর ছেলে হারালো বাবাকে তার,
আমরা হারারাম বীর যোদ্ধাকে, ধীর বোদ্ধাকে,
তারা হারালো জীবর রক্ষার দেয়াল,
তবুও কেউ সেটা করেনি খেয়াল,
শুধু মুগ্ধ হয়েছে তোমার রুপে,
আর ভালোবেসেছে তোমায় চুপে-চুপে।
তুমি সীতা,
তোমার জন্যে দেবতারা নামে যুদ্ধে,
তোমায় যে পায়না, ইতিহাস তাকেই বলে রাবন
তোমায় যে জয় করে, তার নামে হয় পুঁজোর বাসন,
তোমার জন্যে লঙ্কা জ্বলে যায় প্রতিশোধের আগুনে,
আর তুমি উল্লাস করো রানীর আসনে।
তুমি আমারও হয়েছিলে,
এসেছিলে ভালোবাসায় জড়াতে,
প্রথমে হাসাতে, আনন্দে ভাসাতে,
হয়ত তারপর কাঁদাতে।
তুমি বেঁধে রেখেছিলে
সহস্র বীরকে, অজস্র মহামানবকে
ওই দুটো চোখ, ওই ঠোট,
ওই হাসির জালে,
সেই মিষ্টি অভিমান, সলাজ চুম্বন,
আর আলতো ছোঁয়ার তালে,
আমি তো ভগবান নই,
তবেআমি কিভাবে আলাদা হই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


