আজ অনেক দিন পরে
অনেক এবং অনেক দিন পরে
সেই যে শেষ দেখা, তারও অনেক দিন
কেটে যাবার পরে, সত্যি বলছি
আজকে কিছু এটা লিখতে ইচ্ছে করছে।
হয়তো তোমার কথা লেখা যেত,
আমার কথা লেখা যেত,
আমাদের কথাও লেখা যেত,
আমার স্বপ্নের কথা বলতে পারতাম,
আমায় নিয়ে তোমার দঃস্বপ্নের কথাও
বলতে পারতাম, লিখতে পারতাম,
কিন্তু তাতে এই কবিতাটাও হারিয়ে যেত,
অন্য সেই সব কবিতাদের ভিড়ে, যেইখানে
আমি আমাদের কথা বলেছিলাম,
তোমার চুলে খেলেছিলাম,
তোমায় দেয়া চুমু আর
তোমার চোখের দিকে তাকিয়ে থাকা বিকেলগুলো
যেই কবিতার সাথে হারিয়ে গেছে,
এই কবিতাও নাম লেখাতো তাদের দলে।
তার চেয়ে বরং এই কবিতায়
রাজনীতি নিয়ে কথা হোক,
রক্ত এবং যুদ্ধের আলাপ হোক,
এর ভালো তার মন্দ
আর ওদের বাড়াবাড়িটা নিয়ে ছন্দ হোক,
তাতে হয়ত কবিতা আলোর মুখ দেখবে,
মানুষ জানবে আমিও এটা কবিতা লিখেছিলাম,
কারন আজ আমার লিখতে খুব ইচ্ছে করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


