আমি আসলে তো চেয়েছিলাম
দু হাত দিয়ে জড়িয়ে ধরতে
ভীষণ জোরে, সমস্ত ভালবাসা দিয়ে
চুপচাপ বিকেলে, ব্যাস্ততার আড়ালে
ও চোখে জল চাইনি, হতাশাও চাইনি
আমায় তুমি ঘেন্না করো, তাও মানা যায়
কিন্তু আমার চোখের দিকে
ভীষণ আশায় তাকিয়ে থেকে
হতাশ হয়ে ফিরবে বাড়ি,
তা কি আমি চাইতে পারি ?
আমি আসলে চেয়েছিলাম
নিচিন্ত এক জীবন,
যেখানে তোমায় হারানোর ভয় থাকবেনা
নিজেও হারিয়ে যাবার শঙ্কা থাকবেনা
কিন্তু আজ, সামনে থাকা আয়নার কাছে হেরে গেলাম
তোমার চোখের জল আর স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাস
আমাকে বারবার প্রমাণিত করলো অপরাধী
সত্যি বলছি, এমটা আমি মোটেও চাইনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


