ওয়ার্নিং:
পুরাপুরিই সরল কৌতূহল হইতে লিখা এই মাল। আমার ফেরার্স্ট এবং লাস্টো পোস্ট, যদ্দূর সম্ভব। যাউকগা, কারুরেই আঘাত দিবার অভিপ্রায় আসিলো না - এইটা মনত রাইখেন। আর, নারী পাঠকগো কই - এই লিখা মিসজিনিস্টিক টোনে লিখা, বোইনেরা মাফ কইরেন, হে হে। যদি লিখবার পারি, সুদূর ভবিষ্যতে মিস্যান্ড্রিয়ান একটা লিখন দিমু।
-আলফা -
আইচ্ছা, একখান প্রশ্ন জিগাই।
গত বেশ কয়েক বছর ধইরা আমাগো মা, বইন, বান্ধবী, প্রেমিকা, বউ এবং আরো যাগোরে অপসন্দ করি, এই সকগল নারীলোকের কামার্ত রূপ বিবিধ ফর্মে দেখা যাইতেসে। হয় লুক্কায়িত ক্যামেরা, ফটুক, ভিডিও, নয় মোবাইল ক্যামেরা, ভিডিও - এই সক্কল উপায়ে আমাদের ভাইয়েরা নেট হইতে শুরু কইরা দোকানে দোকানে ভরাইয়া ফেলসে বাঙ্গালা দেশের নারীগোর এই যৌনকর্ম।
কে কারে কোথায় লাগাইলো, এইডা নিয়া আমার ভাবনা না; ভাবনা হইলো - এইডারে কিভাবে দেখমু আমি? আপনি দেহেন কিভাবে? সিম্পলি পোর্ণ হইলে আমি হইতো কইতাম - মাগী তো খাসা... ভালা মাল... বা, এহেন, বেশ্যাবৃত্তীয় শব্দাবলী।
কিন্তুক, ঝামেলা হইতেসে, এইসব তো আর ক্যাল্কুলেটেড থ্রী এক্স নহে। এরা আমারি পরিচিত, আমাদের সাথেই থাকে। এরা রিয়েল, এগো লগেই আমাগো চলতে ফিরতে হয়, এগো কাউরেই আপ্নে আমি বিয়া করসি, করুম। এইখানেই আসলে গোলযোগটা। আমি কি জাজমেন্টাল হোমু, নাকি হোমু না? আমি কি এইটারে ব্যক্তি-স্বাধীনতার আরেকখান রূপ ধইরা লমু, নাকি না? আমি কি এই মাইয়াগোরে বেশ্যাগোরে যেইভাবে একিসাথে ঘেন্না করি আবার প্রয়োজনে আন্ধারে সোহাগ করি, সারাদিন চল্বার পথে যাগোরে দেখলেই ছি-ছিক্কার করি, সেই রকম ভাবে বর্জন করমু? আর, মাইয়ারা কি তাইলে আসলেই নিজেগোরে সেক্সুয়্যালি বিজ্ঞাপিত করনে আমোদিত হয়?
হবেও বা। মাগী চরিত্র ... থুক্কু, নারী চরিত্র বড়ই দুর্জ্ঞেয়।
আমাগো পরিচিত-অপরিচিত সকল মাইয়ার সঙ্গম দৃশ্য সবাই মিইল্যা ঝুইল্যা দেহনি কি রিসেন্ট সোস্যাল ফেনোমেনন? তাইলে, আমি কিন্তু এক্কেরে আপ-টু-ডেট সামাজিক জীব।
আর, আরেক্ষান ব্যাপার, মাইয়াগো ছবি দেখলেই ক্যান আমার এতো গায়ে লাগে, যেহানে অগোরে মাগী ছাড়া কিছুই ডাকিনা, পোলাগুনরে ক্যান পাড়াইল্লা বইক্ষা যাওয়া ছোট ভাইয়ের মতোন দেখি? এইডা আমি চেস্টা করিও বুইঝতারিনাই।
জাহাঙ্গীরনগরের একখান মাইয়ার সরেস এক্টুকুন ভিডিও ক্লিপ দেখলাম একটু আগে। বেশ ভালো তুলসে পোলাডা। সেই রতি-রত যুগলরে দেইক্ষা মনে হইতে থাকে - এরো একদিন বিয়া হইবো, এও একদিন মা হইবো (বাপও হইবো) ... তহন হইতো এইধরণের ইতিহাস হজ্ঞলেরি থাকবো।
আমরা কেউই আর মাইন্ড খামু না।
-ওমেগা-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




