সকালে সহব্লগারের একটি পোস্ট পড়ে মনে হল বাংলা ব্লগের উত্থান পতন নিয়ে একটা পোস্ট লেখা যাক । গুগলে সার্চ দিয়ে কিছু পোস্ট পড়া শুরু করলাম । তখন অন্য কিছু খুজে পেলাম । মনে হল যেটা লিখতে চেয়েছিলাম তার চেয়ে বরং অন্য আরেকটা ব্যাপার নিয়ে পোস্ট করা যাক !
আমাদের সামু ব্লগের প্রথম পোস্ট কে করেছিল আর প্রথম পোস্টটি কার ছিল সেটা কি ব্লগারদের জানা আছে? অনেকেই দেখলাম সেখানে মন্তব্য করেছেন তার মানে পোস্টটা সম্পর্কে অনেকেই জানেন । আবার অনেকেই জানেন না । তবে সেটা বলার আগে আরও কিছু বলি ।
বাংলা ব্লগ শুরু হয়েছিলো আমরা জানি ২০০৫ সালে । আমাদের সামু ব্লগ । তবে এটাই বাংলায় লেখা প্রথম ব্লগ নয় । এটা প্রথম কমিউনিটি ব্লগ । তবে প্রথম বাংলায় ব্লগ লেখা হয়েছিল ২০০৪ সালে । মূলত ব্লগার প্লাটফর্ম টি গুগল কিনে নেওয়ার পর থেকেই এই সাইটটিকে জনপ্রিয় করে গড়ে তোলার জন্য গুগল নানান পদক্ষেপ গ্রহন করে । ইউনিকোড যুক্ত হয় । তারপরেই ব্লগস্পটে প্রথম ব্লগ পাতা চালু হয় । এর আগে যা ছিল সবই ছিল ইংরেজি ভাষাতেই ।
ব্লগস্পটে বাংলায় ব্লগ চালু করেছিলো দুজন কলকাতার বসবাসরত বাঙালী । তাদের একজনের নাম সুকন্যা মজুমদার । তার ব্লগের ঠিকানা বাংলা ব্লগ । একটি টেস্ট ব্লগ । এই সাইটে প্রথম বাংলা পোস্ট করা হয় দুই এপ্রিল ২০০৪ সালে । যদিও সেটা ছিল মাত্র এক লাইনের পোস্ট । না মামা থেকে কানা মামা ভাল। একটা টেস্ট পোস্ট । এর পরের দিন অর্থ্যাৎ তিন এপ্রিল ২০০৪ পোস্ট করা হয় বাংলা ব্লগ কিভাবে লিখবেন এই শিরোনামে । যদিও পোস্টটি পড়ার পরে আমার মনে হল সেখানকার বাংলা ভাষায় বেশ অসামাঞ্জতা রয়েছে । আমরা গুগল ট্রান্সলেট করলে যেমন করে ভাষা আসে তেমন । অথচ তখন গুগল ট্রান্সলেট চালুই হয় নি । সম্ভবত তখন ওয়েবে বাংলা লেখা এতো সহজ ছিল না । তাই ভাষা ছিল এমন ।

এই ব্লগটি চালু করেছিলেন পাশের দেশে ইন্ডিয়ার মানুষ । যদিও সেটা বাংলায় ছিল । এরপর বাংলাদেশের একজন একটি ব্লগ চালু করেন ব্লগ স্পটে । ব্লগটির নাম ছেঁড়া পাতায় কথামালা - টুকিটাকি ভাবনা

এটি খুলেছিলেন রেজওয়ান নামের একজন । তার প্রোফাইল থেকে দেখা যায় তিনি ঢাকায় থাকেন । বলা যায় এটি বাংলাদেশীদের কর্তৃক প্রথম বাংলা ব্লগ । এখান থেকে প্রথম বাংলায় পোস্ট করা হয় ০৮ এপ্রিল ২০০৪ সালে । দুপুর দুইটা চার মিনিটে । ব্লগের শিরোনাম ছিল This is a test । ভেতরে প্রথম লাইন ছিল ''Hello World'' এরপরেই লেখা ছিল ''আমি ভলো আছি'' । ঠিক তার ছয় মিনিট পরে আরেকটি পোস্ট করেন রেজওয়ান । শিরোনাম ছিল আমার শুরুর কথা ।
যদিও আরো একজন দাবী করেন যে তিনিই বাংলা ব্লগের সূচনা করেছিলেন ব্লগ স্পটে । তবে সেই দাবীর পক্ষে কোন প্রমাণ আমি খুজে পেলাম না । খুজে পেলে সেটা যুক্ত করে দিব ।
এরপর আস্তে আস্তে ওয়েবে বাংলায় ব্লগিংয়ের কথা । এবার আসা যাক আমাদের সামু ব্লগের কথায় । আমাদের সামহোয়্যার ইন ব্লগের প্রথম পোস্টটি করা হয় ১৫ ই ডিসেম্বর, ২০০৫ দুপুর ২:২৬ মিনিটে । ব্লগের শিরোনাম ছিল ইমরান ব্লগ স্রষ্ট া ভেতরের লেখা ছিল - ইমরান তুমি একটা ভাল কাজ করেছ, হাসিন ভাই আপনাকেও ধন্যবাদ। আপনাদের জানাই আমাদের শুভু কামনা।
এই পোস্টের আরেকটা মজার ব্যাপার লক্ষ্যনীয় যে এই পোস্টের সর্ব শেষ এডিটের সময় ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ একবার ভেবে দেখুন ব্যাপারটা । পোস্ট করা হল ২০০৫ সালে অথচ সর্বশেষ এডিট ১৯৬৯ ।

এখনও পর্যন্ত পোস্টটি পড়া হয়েছে ৯৬৮৬ বার । লাইক দেওয়া হয়েছে ২৫৮ টি এবং প্রিয়তে নিয়েছেন ১৭২ জন । এছাড়া এখনও পর্যন্ত মন্তব্য পড়েছে ৯৮৩টি যার একটিও উত্তর দেওয়া হয় নি । এখানে আরেকটা মজার ব্যাপার বলি । এই পোস্টটি করা হয়েছিলো ২০০৫ সালের ডিসেম্বর এবং এই পোস্টে প্রথম মন্তব্য পড়েছে কবে জানেন?
প্রায় সাত মাস পরে । ২০০৬ সালের জুলাই মাসে । প্রথম মন্তব্যটি করেন সারিয়া তাসনিম নামের একজন । তিনি মন্তব্য করেন ''প্রথম পোস্ট অথচ মন্তব্য বিহীন । ভালো লাগছে প্রথম পোস্টে মন্তব্য করতে পেরে ।''

যাই হোক এই গেল আমাদের প্রথম বাংলা ব্লগ পোস্ট এবং সামহোয়্যার ব্লগে প্রথম বাংলা পোস্টের গল্প । আজকের পোস্ট এখানেই শেষ ।
হ্যাপি ব্লগিং ।
আরো বিস্তারিত জানতে যে পোস্ট পড়তে পারেন ।
ling 01,link 02,link 03
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২৩ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


