
সময় এখন উপদেষ্টাদের ! যে কেউ উপদেষ্টা হয়ে যাচ্ছে। আবার একজন উপদেষ্টা হতে কী কী যোগ্যতা লাগবে সেই ব্যাপারে কারো ধারণা নেই। এদিকে আবার একদল রাস্তা বন্ধ করে আন্দোলন চালাচ্ছে যে তাদের অঞ্চল থেকে একজন উপদেষ্টা নিয়োগ করতেই হবে । আল্টিমেটাম দিয়ে দিয়েছে । ভাবলাম আমরাও আমাদের সামুতে একটা অন্তরবর্তীকালীন সরকার গঠন করে ফেলি । তবে এখানে তো সরকার হবে না, এখানে হবে মডারেশ প্যানেল। দেখা যাক আমাদের ব্লগের অন্তরবর্তীকালীন মডারেশন প্যানেলের উপদেষ্টা কে কে হবেন !!
প্রধান উপদেষ্টা : নোটিশবোর্ড
নীতিমালা বিষয়ক উপদেষ্টা : সামহোয়্যাইন ব্লগ টিম
মডু হয়ে বিপদে আছি বিষয়ক উপদেষ্টা : কাল্পনিক_ভালোবাসা
রান্না ও ঘরসজ্জা বিষয়ক উপদেষ্টা : শায়মা
সব কিছুর উপর চোখ রাখা বিষয়ক উপদেষ্টা : অপু তানভীর
অস্ট্রেলিয়া বিষয়ক উপদেষ্টা : মিরোরডল
রাশিয়া বিষয়ক উপদেষ্টা : শেরজা তপন
ভ্রমন এবং টুরিজম বিষয়ক উপদেষ্টা : জুন
অর্থনীতি বিষয়ক উপদেষ্টা : সাড়ে চুয়াত্তর
ধর্ম বিষয়ক উপদেষ্টা : মহাজাগতিক চিন্তা
লন্ডন বিষয়ক উপদেষ্টা : ভুয়া মফিজ
মিডল ইস্ট বিষয়ক উপদেষ্টা : নতুন
আওয়ামী বিষয়ক উপদেষ্টা : হাসান কালবৈশাখী
কপি-পেস্ট দমন বিষয়ক উপদেষ্টা : আরইউ
ছড়া বিষয়ক উপদেষ্টা : প্রামানিক
কবিতা বিষয়ক উপদেষ্টা : কাজী ফাতেমা ছবি
ওকে আপাতত এই কয়জন উপদেষ্টা নিয়োগ দেওয়া গেল । তবে আরো কেউ উপদেষ্টা হতে চাইলে অবশ্যই তাদেরও যুক্ত করা হবে । কোন চিন্তা
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



