২০০৯ এর মাঝা মাঝি সময়ে চিন্তা করলাম. ইংরেজি শিখব. একে বারে সাদাচামড়ার অমানুষদের মতো। কয়েক দিন কিছু বই পত্তর যোগার করে শুরো করে দিলাম। বেশ চলছে।("বেশ" শব্দটার প্রতি আমার বেশ দুর্বলতা আছে)
যেমন ঘটা করে শুরু করি তেমনি খুব দ্রুত নিরাশ হয়ে ফিরে আসি না-হ্ এসব আমার কর্ম নয়।
তার পর এবার প্রোগ্রামিং। প্রোগ্রামার হব। যেই কথা সেই কাজ। সি, সি++,ভিজুয়াল বেসিক ইত্যাদি বই ব্যাগ ভরে কিনে আনলাম। পড়ছি ভাল লাগছে। পড়ছি আর স্বপ্ন দেখছি এই কয়েক দিন পরেই আমি বিখ্যাত প্রোগ্রামার হা হা হা...।
এবার কিন্তু দমে যাই নি কিন্তু একলা একলা করার মতো আমার দৈর্য নাই। তাই কাজ চলছে খুবই ধীর গতিতে। আমি জানি হবে না। এসবও আমাকে দিয়ে হবে না।
কিন্তু এবার ছাড়ার পাত্র নই।
কিনে আনলাম এইচ,টি,এম,এল বই।
এবার যা কিছু পারিনাই সব একসাথে শেষ করে দেব।
শেষতো করা যাবে তাকে কি ফল হবে তা জানা নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



