আগে আমরা ১লা, ২ রা, ৩রা জানুয়ারী এ জাতিয় শব্দ ব্যবহার করতাম।
কিন্তু আধুনিক ভাষা রীতিতে তা বাতিল করা হয়েছে।
এখন কেবল ১ জানুয়ারী, ২ ফেব্রুয়ারী, ৩ মার্চ এভাবে ব্যবহার করা হয়।
তবে এক খান কথা, আমাদের ব্লগে কিন্তু আগের নিয়ম কেই প্রাধান্য দেয়া হচ্ছে।
এ ব্যাপারে কি আমাদের ভেবে দেখা উচিৎ না?
আপনাদের মতামতই মডারেটরদের বিবেচনার জন্য পেশ করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



