আজকে দেখলাম এনড্রয়েড এর নতুন ওএস জেলি বিন রিলিজ হচ্ছে। এনড্রয়েড ৪.১ নিয়ে ডেইলিষ্টার একটা ফিচার করেছে।
অনেক চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নিয়েছিলাম সনিএরিকসন এক্সপিরিয়া রে কিনব। এবং ঢাকাতে বন্ধুকে গতকাল টাকাও পাঠিয়েছি। কিন্তু আজ দেখলাম জেলিবিন কোন সনির মোবাইলেই সাপের্ট করে না।
গ্যালাক্সি২ থেকে সাপের্ট করে।
এখন উপায়? নতুন মোবাইলের সাথে নতুন ওএসটা কি ব্যবহার করতে পারবো না?
২০হাজার বাজেটের মাঝে জেলি বিন সপোর্ট করে এমন মোবাইল কি আছে?
মোবাইলের ক্ষেত্রে আমার চাহিদা কম করে ৮মেগাপি ক্যামেরা, সাথে সেকেন্ডারি ক্যামেরা থাকতে হবে এবং আপডেট ওএস।
আবার নতুন করে পরামর্শ চাইছি।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



