তুমি কি ভুলিয়ে দেবে বিষন্নতার এ গান?
বুকের মাঝে বসে থাকা অচেনা পাষান ।।
তুমি কি ভুলিয়ে দেবে নষ্ট একটা দিন?
অবসরের ধুলোয় মাখা মুখটা রঙ্গীন ।।
তোমায় ভেবে ভাবনাগুলো উড়ে যেতে চায়
নীলাকাশের ভীষণ নীলে দূর নীলিমায় ।।
তুমি কি ভুলিয়ে দেবে হঠাৎ ভেঙে পড়া?
পিছু ডাকা স্মৃতিগুলোর শুধু ভাঙ্গা-গড়া।।
তুমি কি ভুলিয়ে দেবে কষ্ট মাখা মুখ?
ভালোবেসে ডেকে আনা বিপন্ন সে সুখ
তোমায় ভেবে ভাবনাগুলো উড়ে যেতে চায়
নীলাকাশের ভীষণ নীলে দূর নীলিমায় ।।
তুমি কি ভুলিয়ে দেবে আমার ভালোবাসা
সাদাকালো স্বপ্নগুলো রঙ্গীন হওয়ার আশা
তুমি কি ভুলে যাবে তোমার বর্তমান
হয়ে যাবে আগের মতো উচ্ছ্বল একটা গান
তুমি কি ভুলিয়ে দেবে বিষন্নতার এ গান?
বুকের মাঝে বসে থাকা অচেনা পাষান ।।
তুমি কি ভুলিয়ে দেবে নষ্ট একটা দিন?
অবসরের ধুলোয় মাখা মুখটা রঙ্গীন ।।
তোমায় ভেবে ভাবনাগুলো উড়ে যেতে চায়
নীলাকাশের ভীষণ নীলে দূর নীলিমায় ।।
[লিংক=যঃঃঢ়://ঃধংংহরস.ুধসধহ.মড়ড়মষবঢ়ধমবং.পড়স/রহফবী.যঃস][/লিংক]
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



