গতকাল রাতে বিভিন্ন চ্যানেলে সংবাদ দেখতে দেখতে একটি চ্যানেল ওয়ান এর একটি চমকপ্রদ সংবাদ এ চোখ আটকে গেল। সাভারের একজন ইলেক্ট্রিক মিস্ত্রি তার ছোটবেলার স্বপ্ন পূরণ করেছে।
ছোট বেলা থেকেই সে স্বপ্ন দেখত বিয়ে করবে হেলিকপ্টারে....
কাজটি করতে তার খরচ হয়েছে 30 হাজার টাকা।
মাত্র 30 মিনিটের জন্য তিনি ভাড়া নিয়েছিলেন একটি হেলিকপ্টার আর তাতে চড়েই তিনি শুরু করলেন তার জীবনের নতুন একটি ইনিংস..
তার এই চমকপ্রদ বিয়ে দেখতে হাজার হাজার মানুষ ভীড় জমিয়েছিল.....
তার বক্তব্য : আমি যখন এই কাজটি করি তখন সবাই বলেছিল আমি পাগল হয়ে গেছি, কিন্ত আমি আমার স্বপ্ন পূরণ করেছি, আমি দেখিয়ে দিয়েছি আমিও পারি.....
আজব মানুষের শখ.....
নবদম্পতির জন্য রইল শুভ কামনা....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




