যে রাতে...
কুয়াশার বুক চীরে জোছনা নামে
দেহেতে পরশ বুলায়;হাওয়ার আদর...
পৃথিবী ঘুমায় যখন সব রব থামে, দেখি-
একাকী ডানা মেলে উড়ে নিশাচর।
সে কুয়াসার রাত হাওয়ার রাত তার
জীবন যেন স্বার্থক,
শ্রাবনের বৃষ্টি তারে যতটা না ভিজায়
ততোটা ভিজায় তারে সূদূর চন্দ্রালোক।
জোছনা স্নাণে,জোছনাস্নাত হৃদয় তার মলিন ধূসর
উড়ে দুঃখ উড়ে কষ্ট সেই ব্যাথাতুর নিশাচর।
হাওয়ার সাথে তার মিলন-ডানার ছন্দপতন
যেন এতেই সুখ তার; আপন ভূবন
ডানাতে কুয়াসা জড়ায়, ছবি দেখে যৌবনা শশী
কোনো কাজলা দিঘীর নিটোল জলে-
ঝিলিমিলি যেমন।
অস্ত যায় চাঁদ,যৌবনা শশী
জীবনের বালুচরে ভাঙে খেলাঘর,
অবুঝ কিশোরী ভাঙে পুতুলের বিয়ে
ডানা দুটি গুটিয়ে নেয় দুঃখী নিশাচর।
আর এভাবেই বদলে যায়-অজস্র স্বপ্ন হায়
যেমন কিশোরী ভাঙে- পুতুলের বাসর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




