নিজেদের দাবি ভুল প্রমাণিত হওয়ার পর আন্তেনিও এরেদিতাতো পদত্যাগ করেছেন বলে শুক্রবার জানিয়েছে ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স।
ভূগর্ভে নিউট্রিনোর গতির পরীক্ষা, যা অপেরা (ঙংপরষষধঃরড়হ চৎড়লবপঃ রিঃয ঊসঁষংরড়হ-ঃজধপশরহম অঢ়ঢ়ধৎধঃঁং) নামে পরিচিতি পায়, তার সমন্বয়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এরেদিতাতো। তবে কেন এই সিদ্ধান্ত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এরেদিতাতোর গবেষক দলের দাবি এই মাসের শুরুতে ভুল প্রমাণিত হয়। এরপর থেকে পদত্যাগের জন্য তার ওপর সহকর্মীদের চাপ ছিল সংবাদ মাধ্যমের খবর।
শূন্যে নিউট্রিনোর গতি আলোর চেয়ে বেশি- গত বছর এই দাবি করে পৃথিবীতে শোরগোল তোলেন এরেদিতাতো ও তার সহকর্মীরা।
নিউট্রিনো হল একটি বিদ্যুতিক আধান নিরপেক্ষ, ক্ষুদ্র এবং শূন্যের কাছাকাছি ভরযুক্ত মৌলিক কনা। নোবেল বিজয়ী বিজ্ঞানী ভল্ফগ্যাং পাউলি ১৯৩০ সালে এই কনার সম্পর্কে ধারণা দেন।
সুইজারল্যান্ডের জেনেভার হাইএনার্জি ফিজিক্স ল্যাব-সার্ন থেকে ৭৩০ কিলোমিটার দূরে ইতালির গ্রান সাসো পর্যন্ত ভূগর্ভস্থ টানেলে এই কনার গতি পর্যবেক্ষণ করে অপেরা গবেষকরা বলেন, এই কনার গতি শূন্যে আলোর চেয়ে বেশি।
এরপর দুনিয়াজুড়ে বিজ্ঞানীদের মধ্যে শোরগোল ওঠে। তাদের পরীক্ষায় অনেকে চমৎকৃত হলেও তা নিয়ে সন্দেহও ওঠে।
এরপর পুনরায় পরীক্ষা করে সার্ন জানায়, অপেরা পরীক্ষায় ত্রুটি রয়েছে।
এর ফলে ১৯০৫ সালের আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব ঝুঁকিমুক্ত হয়, যাতে আলোর গতিকে সর্বোচ্চ ধরা হয়েছে। আর এর ওপর ভিত্তি করেই দাঁড়িয়েছে আছে পদার্থ বিজ্ঞানের বাকি সব তত্ত্ব।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


