
আমরা যারা বলি ডঃ ইউনূস-এ দেশের মানুষের রক্ত চুষে খাচ্ছেন,তারা নিজেদের এই কথাটা বলে দেখি তো আমাদের মন সেটা বিশ্বাস করে কিনা।আসলে কিছু লোকজন থাকে যারা নিজেরা কিছুই করতে পারেনা আবার অন্য কেউ সাহস করে এগিয়ে এলেও এদের সহ্য হয়না। এরা পারে শুধু অন্যকে গালাগালি করতে আর ছোট করতে। এসব মানুষের ভাব দেখলে মনে হয়,এই দেশে সবাই সাধু,এই দেশে সবাই গরীবের কল্ল্যাণে নিজের জীবন উতসর্গ করেছেন। এই দেশে ডঃ ইউনূ্স একমাত্র চোর,একমাত্র সুদখোর ব্যাক্তি, সুতরাং তাকে সরাতে পারলেই আমাদের সবার লাভ হবে, বাংলাদেশের উন্নতি হবে।
মনে রাখা উচিত সমালচনার উর্ধে নয় কোন ব্যাক্তি কিনবা প্রতিষ্ঠান। এমন কি আমাদের জাতির পিতা পর্যন্ত সমালোচনার উর্ধে নন,তাই বলে বঙ্গবন্ধুর অবদানঙ্কে খাটো করে দেখার কোন সু্যোগ আমাদের নেই।নিঃসন্দেহে তিনি সর্বশেষ্ঠ বাঙ্গালী,আমাদের স্বাধীনতা তার হাত ধরেই এসেছে।
ডঃ ইউনূস,এই লোকটার দোষটা হল যে তিনি তার মেধা বুদ্ধি দিয়ে তিলে তিলে গরীবের জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।এই লোকটার দোষটা হল যে ,তিনি দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছেন।এই লোকটার দোষটা হল যে তিনি নোবেল বিজয়ী , পৃথিবীর বহু দেশে এই ছোট দেশটি পরিচিত হয় তার নামে। এখন অনেকে হয়ত নোবেল পাবার যৌতিকতা নিয়ে প্রশ্ন তুলবেন ।প্রশ্ন তুলবেন নোবেল কমিটি নিয়ে।আমার কথা হল সে নোবেল কিনে আনুক আর চুরি করে আনুক,পৃথিবীতো তারে নোবেল বিজয়ী হিসেবে চিনে গেছে।এখন যদি তাকে ছোট করি,তার মতন সম্মানী ব্যাক্তিকে হেয় করি,তাহলে এই থুথু কিন্তু আমাদের মুখে এসেই পরবে। যার চিন্তাকে নিয়ে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা চলে তাকে আক্রমন করতে কি আমাদের একটুও বাধে না?
আমি রাজনিতী বুঝি না,বুঝতে চাইও না তবে এটুকু বুঝি যে ডঃ ইউনুসকে নিয়ে টানাহেছড়াতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি ।গ্রামীন ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে, ক্ষতিগ্রস্ত হবে এই ব্যাংকের সুবিধাভোগী অনেক গরীব মানুষ।
বিশ্বকবি নোবেল জয় করলে অনেকে তাকে ইংরেজদের পোষা বলে আখ্যায়িত করেছিল। কোন মযলিশে কবিগুরুকে নিয়ে কথা উঠলে আমরা প্রথমেই বলি আরে,অইটা তো ভাবির লগে প্রেম করত, চরিত্রের চ ও নায়। নজরুল তো আরেকটা দুইটা বিয়ে করছে আর কয়টা প্রেম তার নাই ঠিক।আমাদের মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করলে তাকে নিয়ে কত সন্দেহ, কত অভিযোগ ...সে নাকি পুরা জাতিরে বোকা বানাইছে।বর্তমানে ডঃ মুহাম্মাদ জাফর ইকবালের চরিত্র নিয়েও অনেককে বেশ রসালো আলোচনা করতে শুনি ।কিন্তু এরা রবীন্দ্রনাথের লেখা নিয়ে কথা বলে না ...মুসা ইব্রাহিমের সাহস নিয়ে কথা বলে...বলে না জাতির ভবিষ্যত সম্ভাবনা নিয়ে কথা।
বলা হয়,একটা জাতি তখনি উপরে উঠে যখন সেই জাতি তার যোগ্য ব্যাক্তিদের সম্মান দিতে শেখে। কবে আমরা আমাদের মনের হীনতা ,দৈনতা মুছে ফেলতে পারব?
কবে যে আমরা যোগ্য ব্যাক্তিদেরকে সম্মান করতে শিখবো?
ব্লগে ডঃ মুহাম্মাদ ইউনুসকে নিয়ে একটা লেখায় কে জানি মন্তব্য করেছিলেন,সেই কথাটি বলে শেষ করতে চাই
"ভাগ্য ভালো স্টিফেন হকিং বাংলাদেশে জন্মাননি, না হলে উনার ফার্মগেট ওভারব্রিজের নিচে ভিক্ষা করা ছাড়া আর কোন উপায় থাকতোনা "
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১১ রাত ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




