ভালোবাসা কারে কয়, কেউ জানে না রে,
কখন কারে লাগে মায়া, কে বা পড়ে কার টানে।
জীবনটা থামে না এক জায়গায়,
এক মোহ ছেড়ে যায়, আরেক মোহে হারায়।
বাঁচাইতে গিয়ে হারায়ে ফেলি,
নিজের প্রাণটা ক্ষয় করি চুপিচুপি।
যারে ভালোবাসি, তারে নিয়ে থাকা যায় না—
এই তো জীবন! এক অব্যক্ত ব্যথার গাঁথা।
কেহ মায়া করে, ছাড়ার ভয়ে,
কেহ বাঁচে শুধুই ত্যাগের পথ বয়ে।
মনে হয় দুঃখের সাগরে ভাসি,
বাস্তবতা ভাবলে, ডুবে গিয়েই বাঁচি।
ও আল্লাহ! এত মায়া দিলে কেন?
মায়ার জলে ডুবে যাই, পথ খুঁজে পাই না যেন।
কোন ঠিকানায় থামবো, তাও বুঝি না,
চোখের জলে হারায়ে ফেলি সব কথা, সব চিন্তা।
পাষাণ হতে পারলাম না, মানুষ হয়ে যাই নরম,
কারো কষ্ট যেন না হয়, থাকুক সবার মন ঝরঝর।
চাই সবারে নিয়ে ভালো থাকতে,
জীবনের ভার হোক না আমার মাথায়, সবাই থাকুক শান্তিতে।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২৫ সকাল ১০:২৫