
পৃথিবীটা এখন প্রতারণার মঞ্চ। যাদের আমরা ‘আপন’ ভেবে বুকের ভেতর জায়গা দিই, সময়ের শেষে তারাই বুকে ছুরি বসিয়ে দেয়।
বাস্তবতা এতটাই নির্মম যে আজকাল কেউ কারো নয়—সবাই অভিনয়ের মুখোশ পরে বাঁচে। বিশ্বাস করা এখন যেন বোকামি, আর কারো পাশে দাঁড়ানো মানে নিজেকে প্রস্তুত রাখা একটা নতুন আঘাতের জন্য।
দিনশেষে এমন একটা সময় আসে, যখন নিজেকেই চিনতে কষ্ট হয়। মনে হয়, আমি হারিয়ে গেছি… পরিচিত পথগুলো আজ অচেনা। বুকের মধ্যে হাহাকার জমে, কান্না আসে, কিন্তু বলতে পারি না কাউকে। কারণ যারা কাঁধে মাথা রাখার কথা, তারাই তো ছিলো প্রতারক।
তাই আজ আকাশের দিকে তাকিয়ে শুধু বলি,
“হে আল্লাহ, আপনি ক্ষমা করুন… আপনি জানেন, কারা কেমন অভিনয় করেছে, কে কীভাবে কষ্ট দিয়েছে। আমি মানুষ, ভুল করেছি, কিন্তু কাউকে কষ্ট দেইনি ইচ্ছে করে।”
এই জগতটা এখন বিশ্বাসঘাতকতায় পূর্ণ। প্রতিদিন নতুন রূপে প্রতারণা আসে। আমরা সুখ খুঁজতে যাই—কিন্তু পাই শুধু কষ্ট, অবহেলা আর ধোঁকা।
পুরুষ হয়ে জন্ম নেওয়া মানেই যেন কিছু না বলেই সব সহ্য করা। কারো দায়িত্ব, কারো অবহেলা, কারো অবিচার—সব কিছু বুকে পাথর বানিয়ে চলতে হয়।
তাই আজ নিজেকেই বলতে হয়:
“পুরুষ মানে শক্ত মন। আর শক্ত মন মানেই একা যুদ্ধ করা, কারো বোঝা না হয়ে কারো বোঝা হয়ে বাঁচা।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


