সময়ের পথে চলতে চলতে,
অজস্র বাঁধনের ভেতর দিয়ে চলছে জীবন—
যাচ্ছে আর যাচ্ছে, থামছে না কোথাও।
ছোটবেলায় মনের সুখে ঘুরে ফিরতাম,
তখন ভাবতাম—জীবনে নেই কোনো বাধা।
শৈশব, কৈশোর যখন হারিয়ে গেলো,
তখনই বুঝলাম—বাস্তবতা নামের ঘড়ি
শুধু চাহিদার কাঁটা ঘুরায়,
স্বপ্নের জন্য সময় রাখে না।
আজ একটা ভেবে শেষ করি,
তারপর আসে আরেকটা ভাবনা—
এভাবেই দিন যায়, জীবন যায়,
থামে না কোথাও।
ভালোবেসে যাই, আকড়ে ধরি,
শেষে দেখি শুধু হতাশা আর অভিযোগের ছায়া।
তবুও এই পথেই বেঁচে থাকা,
কারণ এই চলাই তো জীবনের নাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


