আমার লোকমান ভাই স্বাধীনতা যুদ্ধের শুরু থিকাই রাজাকার ছিলেন। লোকমান ভাই যখন মুক্তির ঘরে আগুন দিত, সুন্দরী মেয়েদের তুলে আনত, মুক্তি হত্যা করত তখন তার হাসিটা কেন জানি মলিন থাকত। আমি অবাক হইয়া ভাবতাম "লোকমান ভাইয়ের হাসিটা এত মলিন দেখার ক্যান"? ভাইয়ের দুঃখটা তখন অল্প স্বল্প বুঝতে পারতাম। সাকা, ফকা'র সাথে সঠিক কমিউনিকেশনের অভাবে লোকমান ভাই কখনই তার সঠিক মূল্যটা পায় নাই। ছুপা রাজাকরীর জাল ছিড়া বাহির হইতে পারে নাই আমার লোকমান ভাই, আমার লোকমান ভাই।।
হ্যালো সাকা ভাই। কি কইলেন, ছুপা রাজাকারী আরো কিছু দিন চালাইয়া যাইতাম। টাকা পয়সা নিয়া কোন টেনশান করতাম না। ঠিক আছে, যত লাত্থি গুতা, গালাগালি খাই না কেন, ছুপা রাজাকারী ছালাইয়া যামু আপনে কোন টেনশান কইরেন না। দরকার পরলে খালি মোবাইল দিয়েন।
দিন আসলেই বদলায় গেছে। যেখানেই আছে দিন বদলের চেষ্টা সেখানেই আছে আমার সাকা ভাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




