আমি ব্লগের নতুন অথিতি।ব্লগের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা।
আজ থেকে আমাকে পাবেন নিয়মিত।
প্রথম দিন বলে একটা কৌতুক দিয়ে বিদায় নিচ্ছি-
এক বাঙালী ট্রেনে ওঠার সময় বড় এক বোঝা নিয়ে গলদঘর্ম হচ্ছে দেখে এক পাকিস্তানি তাঁর বোঝাটা এক টানে ট্রেনে তুলে নিয়ে তাঁকে বলল "রুটি খাও,শক্তি হবে"।
কিছু দুর যাওয়ার পর চেন টানার জন্য কসরত করছে দেখে পাকিষ্তানি লোকটি আবার এগিয়ে এল সাহায্য করতে এবং আবার বলল
"রুটি খাও,শক্তি হবে"।
মাঝপথে চেন টানার কারণে ট্রেন থেমে পড়ল এবং টিটি এসে জিজ্ঞেস করল কে এবং কেন চেন টেনেছে?
এবার বাঙালী তাড়াতাড়ি পাকিস্তানিকে দেখিয়ে দিল।
টিটি বিনা কারণে চেন টানার অপরাধে পাকিস্তানির কাছ থেকে দুশো টাকা জরিমানা নিয়ে চলে গেল।
এবার বাঙালী পাকিস্তানির কানের কাছে মুখ নিয়ে বলল "ভাত খাও,বুদ্ধি হবে।
বিদায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



