তবে শুধু আমি না,দেশ এগিয়ে যাচ্ছে,ভাবতে ভালোই লাগে।বাংলাদেশে ফেসবুক ইউজারের সংখ্যা প্রায় ১৩,৩৮,৭০০।নিচের ডেমোগ্রাফি থেকে গত ছয় মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারের একটা ধারণা পাবেন।
এবং স্বাভাবিকভাবেই এ দৌড়ে এগিয়ে আছে আমাদের যুব-সমাজ।১৮ থেকে ২৪ বয়স মোট ব্যবহারকারীদের অর্ধেক।কিন্তু ৪৫ এর বেশী বয়স্কদের সংখ্যা কিন্তু হতাশাজনক।ইহার কারণ কি ?
ও আর একটি ব্যাপার,ফেসবুক ব্যবহারে যে নারীরা যে পিছিয়ে আছে তা কিন্তু স্টাটিস্টিক থেকে প্রমানিত।
পুরুষঃ ৭৪%
নারীঃ ৩৬%
এইটা কি হইলো !! বিশাল চিন্তার বিষয় ! নারীজাতি পিছিয়ে থাকলে তো প্রকৃত উন্নয়ন(!) সম্ভব না।
এখানে আরো বিস্তারিত পাবেন।
যাই হোক,এতক্ষণ যা বললাম অপ্রয়োজনীয় কথাবার্তা।এবার কাজের কথায় আসি।
কথা হচ্ছে গিয়ে,আমাদের এই 'সোসাল আইডেন্টিট' ফেসবুক একাউন্ট এর নিরাপত্তা বিষয়ে।যে হারে দেশে হ্যাকারদের উপদ্রপ বেড়েছে তাতে চিন্তায় তো পড়তেই হয়।তবে এ ব্যাটাদের নজর পড়লে বোধ করি কোন প্রটেকশনই কাজে দিবে না।তবে আমার মত আঁদার ব্যাপারীর উপর তাদের মত জাহাজের মালিকদের কু-নজর পড়বে না বলেই ধরে নিলাম।
প্রথম কথা, ফেসবুক একাউন্ট রক্ষায় ভালো একটা পাসওয়ার্ডের কোন বিকল্প না ।তবে যদি কেউ পাস্ওয়ার্ড ব্রেক করতেই পারে (Brute force অথবা Dictionaryy Attackঅথবা Social Engineering ) তবে দুটো জিনিষ ঘটতে পারে-
একঃ এ আপনার পাস্ওয়ার্ড চেঞ্জ করে টোটাল কন্ট্রোল নিয়ে নিলো (সে ক্ষেত্রে আর কিছুই করার নেই,তাই মাথায় হাত দিয়ে হায় হায় করুন।
দুইঃ সে যদি ছিচকে চোর হয়,শুধু ইনফর্মেশন চুরি করার জন্য ঢুকে আর কোন চেঞ্জ না করেই গোপনে আপনার একাউন্ট ব্যবহার করতে থাকে ,তাহলে এটা ধরার উপায় আছে।
এটা ইচ্ছা মত দেওয়া যাবে যেটা আপনা ইমেইল আকাউন্টে মেইল করে অথবা মোবাইলে sms করে জানিয়ে দেবে।ধরুন আপনি "samu" দিয়ে লগইন করেন। কেউ এটা জানার কথা নয় ।কেউ যদি পাস্ওয়ার্ড জানতেও পারে ,তাহলে সে লগইন করার সময় কিছু একটা দিয়ে ঢুকতে হবে যেটা "samu" হবে না বলেই ধরে নেই।এই কি-ওয়ার্ড ছাড়া অন্য কোন 'পাস-ফেস' দেখলেই আপনি বুঝতে পারবেন ,আপনি ছাড়া কেউ না কেউ লগইন করেছে।তখন তাড়াতাড়ি পাস্ওয়ার্ড করে ফেলুন।আর আকাউন্ট download করে রাখতে পারেন কারণ হ্যাকড্ হলে তো সব যাবে।
এটা পাবেনঃ Account->Account Settings->Account security তে।
আরেকটি ইন্টারেস্টিং ব্যপারঃ
ফেসবুকে আপনি আপনার মোবাইলে status update পেতে পারেন।
এটা এখন শুধু 'বাংলালিংক' নাম্বার দিয়ে সম্ভব।যে যে ফ্রেন্ডের জন্য Subscribe করবেন শুধু তাদেরটাই পাবেন।ধরেন,আপনার গার্লফ্রেন্ড বা মনের মানুষ যখনি status দিচ্ছে ,আপনি তখনি এটা messege এর মাধ্যমে এটা দেখতে পাচ্ছেন। ব্যাপারটা দারুন না !!!! তবে চিন্তার কোন কারণ নেই,এটাতে কোন টাকা খরচ হবে না। শুধু একবার একটা messege পাঠাতে হবে,মোবাইল নাম্বার কনফার্ম করতে।
মোবাইল এড করুনঃ Account-> Account Settings->Mobile তে।
অনেক কাজের কথা হইলো,এবার একটা অকাজের কথা বলি।আপনি হয়ত "Kunami Code " এর কথা শুনে থাকবেন।বিভিন্ন ভিডিও গেমেয়া চিট কোড হিসেবে গেমারদের কাছে এটা পরিচিত।Kunami Code হল কিবোর্ডের একটা নির্দিষ্ট সিকুয়েন্স ।
এটা হলঃ ⇡ ⇡ ⇣ ⇣ ⇠ ⇢ ⇠ ⇢ B A Enter
ব্যাপার হইলো ফেসবুকেও নাকি কুনামী কোড স্পেসাল এফেক্ট দেয়।এই স্ক্রিনশর্টটা দেখুন।
এ ভিডিওটাও দেখতে পারেনঃ
তবে আমি কেন জানি এর এফেক্ট দেখতে পারতেছি না।
এছাড়া অনেক website আছে যেগুলোতে কুনামী কোড কাজ করে ,যেমন এই সাইটে ঢুকতে আপনাকে কুনামী কোড টাইপ করতে হবে।ভয়ানক না !!!
শেষ কথা হচ্ছে গিয়ে, নিজের একাউন্টের নিরাপত্তা সম্পর্কে সতর্ক হোন আর একাউন্ট হ্যাকড্ হলে বেশি করে পানি খান।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



